17-09-2023, 10:34 PM
(17-09-2023, 09:13 PM)Baban Wrote: পুরো জম্পেশ আপডেট। যা খেলা শুরু হয়েছে বাপ্পাদের বাড়িতে এই রাতের বেলায় তাতে কেলেঙ্কারি কিছু একটা না হয় থামবেনা মনে হচ্ছে। কেলেঙ্কারি মানে মিলনের কথা মোটেও বলছিনা, বলছি নতুন রকমের মানসিক পরিবর্তনের কথা। এতদিন যা যা হয়েছে তা হয়েছে বাপ্পা বাবুর মাম্মামের সাথে। যা সম্পূর্ণ অজানা ছিল তার বাবার কাছে। কিন্তু আজ বাবার উপস্থিতিতেই মাম্মামকে চটকাচ্ছে থুড়ি চেকাপ করছে শয়তান ডাক্তার বাবু। উফফফফ বাবা সব দেখেও কিছুই করতে পারছেনা একরাশ ভয় ও অজানা উত্তেজনা নিয়ে পান ফুলিয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া। ওদিকে একটু একটু করে লোভের আর বিশ্বাসের ফাঁদে জড়িয়ে এক স্ত্রীকে স্বামীর থেকে দূরে সরানোর খেলাও চলছে। ফ্ল্যাট নন্দনার নামে করে সেই খেলার শুরু। নন্দনার অন্তরে সাহস ক্রোধ, প্রতিশোধ অহংকার বৃদ্ধির প্রথম পদক্ষেপ।
উফফফফফ বন্দনার থেকেও যেন হাজার গুন বেশি উত্তেজক হয় আসন্ন প্রতিটা পর্ব এই ইচ্ছা রইলো। একটা সময় গিয়ে হয়তো সব মিটে যাবে কিংবা শেষ হয়ে যাবে। কিন্তু সেই শেষের আগের পর্যায় গুলো যেন চরম পৈশাচিক উত্তেজক হয় এটাই লেখকের থেকে কাম্য। ♥️
অসংখ্য ধন্যবাদ অবশ্যই চেষ্টা করবো
(17-09-2023, 09:17 PM)Baban Wrote:
এই তিনহাজার তম শুভকাজটা যে আমার হাত দিয়েই হলো সেটা দেখে অনিন্দিত। অভিনন্দন বুম্বা দা ♥️