15-09-2023, 02:05 PM
(10-06-2023, 08:07 PM)মহাকবি গাণ্ডুদেব Wrote: অনেকদিন হলো এই ফোরামে আসা। বহু থ্রেড পড়েছি কিন্তু এমন সুন্দর থ্রেড কোথাও দেখিনি। এখন সবাই এত ধানাইপানাই করে লেখে যে চটি পড়ছি না অন্য কিছু বোঝাই যায় না। কেউ চটি নিয়ে ডিটেকটিভ লিখছে তো কেউ ভূতের আমদানি করছে। দুদিন পর খেই হারিয়ে বেপাত্তা হয়ে যাচ্ছে, পাঠক আর বুঝে উঠতে পারছে না গল্পের গঙ্গা মা পদ্মায় বয়ে গেল নাকি বৈতরণীর দুয়ারে কড়া নাড়ল! তাতেই সব ধন্য ধন্য করছে। কেউ শরদিন্দুকে খুঁজে পাচ্ছে, কেউ আবার ফেলুদাকে সাক্ষাৎ করতে পারছে কেউ তো প্রশংসা করতে গিয়ে দুপাতার উপন্যাস লিখে দিচ্ছে কেউ আবার মহাকাব্যের ছায়া দেখছে, কারো মতে সর্বকালের শ্রেষ্ঠ লেখা সেটা জেনে কেউ আবার মিষ্টি খাওয়াতে বলছে! আর লেখক চারমাস পর পর দু লাইন লিখছে আর বলছে রেপুটেশন দিন অমুক দিন, ভাল লাগলে হ্যান করুন ত্যান করুন। এইবারে অমুক গল্পে অমুক দৃশ্য আনব। তমুক ভাষায় লিখে দেব। এই নিন দুলাইন পদ্য! জগৎ শুনে আহ্লাদে আত্মহারা আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে বাকি শুধু।
অথচ যখন আপনার এই থ্রেড দেখলাম কি নিরলস পরিশ্রম। চটি লেখার থেকে ঢের বেশি শক্ত কাজ একটি একটি করে পাতা স্ক্যান করা তারপর সেগুলো আপলোড করা। দুজন তিনজন ছাড়া কেউ একটা কথা অব্দি লিখছে না। সামান্য ধন্যবাদ দেওয়ার লৌকিকতাবোধ নেই কারোর। যেখানে যাকে পারিশ্রমিক দেওয়া দরকার সেখানে কানাকড়ি অব্দি খরচ করব না আর আষাঢ়ে গল্পের ফানুসে সমানে হাওয়া দেব। আসল চটি হলো এইগুলো। সোজা সাপ্টা সরল ভাষা। কোন আড়ম্বর নেই। যেকাজে এসেছো সে কাজ করো। সরল নিয়ম সেক্সের গল্প সেক্সের গল্প হবে গল্পে সেক্স খুঁজতে গেলে সেটা চটি নয়।
আপনার এই অসম্ভব পরিশ্রমকে কুর্ণিশ। শত ধন্যবাদ জানালেও আপনার এই শ্রমের মূল্য জোগানো সম্ভব নয়। এই গল্পের লেখকেরা গল্প শেষ করেন। তাঁরা জানেন তাঁরা চটি লিখছেন মহাকাব্য লিখছেন না। তবুও তাঁরা হারিয়ে গেছেন তার দায়ী আজকের ইন্টারনেট। কিন্তু সেই ইন্টারনেট ব্যবহার করেই আপনি এই মণিমুক্তোগুলো ফিরিয়ে আনলেন। আপনি একটা পুরোনো মোবাইলে একটা একটা করে ফাইল সেট করে যেভাবে এই অনবদ্য অনুপম সমাহার সৃষ্টি করলেন এবং করে চলেছেন সেটাও কোন কিছুর প্রত্যাশা না রেখে ওটাই আসল প্রতিভা। নিষ্ঠা এবং নিয়মানুবর্তিতা। এর ছিটেফোঁটাও যদি কারোর জীবনে থাকে তবে চটির রেপুটেশনে না হোক নিজের জীবনে অন্তত সে জয় আনতে পারবে সেটা যেরকম পরীক্ষাই হোক তারজন্য ঢাকঢোল মৃদঙ্গ বাজিয়ে গল্প ফাঁদবার দরকার নেই।
ekdom thik bolechen