14-09-2023, 02:44 PM
"নির্জনে" একটা গল্প ৪ বছর আগে লিখলেও এখনও পাঠকদের রিপ্লাই পাই ..... এখানে সদ্য লেখা গল্পতেও তার ১০০ ভাগের একভাগ রিপ্লাই আসেনা .... তার উপরে গল্প কপি করে গল্পের নাম পাল্টে বিভিন্ন ফোরামে পোস্ট করেছেন, কিছু নিঃশব্দে আসা গুণগ্রাহী .... এইসব উৎপাতের জন্য লিখতেই আর ভালো লাগেনা ..... "মানালির মেয়েবেলা" থ্রেডটা সেদিন লক্ষ্য করলাম Main stream Thread-গুলির List থেকে সরিয়ে "এক্সট্রিম ,হার্ডকোর & অজাচার"-এর মধ্যে কে বা কারা ঢুকিয়ে দিয়েছে .......... I mean WHAT THE F*** ...... তাছাড়া এখানে thread রেটিং আর Rep. points-এর রহস্যটা আজও আমার মাথায় ঢোকেনি .......... হেনরি, পিনুরাম, কামদেব গিয়েছে .... এবার মনে হচ্ছে আমারও যাওয়ার পালা .... "নির্জনে" নিজের প্রোফাইলটা একটু Reset করে নিচ্ছি Adm!n-দের সঙ্গে কথা বলে .... দু-এক দিনের মধ্যে নতুন আপডেট "নির্জনেই" পাবেন ....
ওগো আজ আমায় নষ্ট করে দাও।
গ্রীষ্মের প্রবল বকুনি সত্ত্বেও
আমার শরীরে মিশে যাও,
চিলেকোঠায় আজ রাতে আগুন
লাগাতে, এসেছি ভালবেসে।
আজ আমায় আপন করে নাও ।।