12-09-2023, 04:36 PM
(12-09-2023, 10:21 AM)Bumba_1 Wrote: সেই জন্যই তো আমি বাকিদের থেকে আলাদা jokes apart , আসল কথা হলো, যে লেখাগুলো আমি লিখি সেগুলোর বেশিরভাগই (সেক্স এনকাউন্টারগুলো বাদ দিয়ে) পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে লেখা। আমার বাবা জুট মিলে চাকরি করতেন। আমার জন্ম জুটমিলের ক্যাম্পাসে। সেখানে পঁচিশ বছর আমি কাটিয়েছি। এই এতগুলো বছরে বিভিন্ন রাজ্যের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন সম্প্রদায়ের কম মানুষ তো দেখিনি! সেখান থেকেই টুকরো কিছু ঘটনা নিয়ে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে ঘটনাগুলো লিখি আমি। তারপর আমিও খুবই বাচ্চা বয়সে (মাত্র ২৩ বছর বয়সে) চাকরি পেয়ে গেলাম স্টিল প্ল্যান্টে। সেখানেও ক্যাম্পাস, সেখানেও জাতি ধর্ম নির্বিশেষে সকলে একসঙ্গে থাকা, প্রতিদিন বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হওয়া। এই সবকিছু নিয়ে হয়তো আমার লেখার মধ্যে neat and clean বিষয়টা ধরা পড়ে।
Congratulations