12-09-2023, 12:14 PM
(11-09-2023, 09:23 PM)Bumba_1 Wrote: বলা নেই কওয়া নেই .. আগের থেকে কোনো টিজার দেওয়া নেই .. কোনো দিনক্ষণ উল্লেখ করা নেই .. হঠাৎ করেই যদি আপডেট এসে যায়, সেটাকেই বোধহয় চমক বলে। আর এইরকম চমক দিতে এবং পেতে দুটোই ভালো লাগে। কিই, তাই তো পাঠকবন্ধুরা? নতুন পর্ব নিয়ে চলে এসেছি।দুর্দান্ত surprise , আর তোমার থেকে মাঝে মাঝে এমন surprise পাবো না, তো কার থেকে পাবো? খেলা তো যখন হবে তখন হবে। কিন্তু খেলা শুরুর আগে এই যে 'পিচের প্রস্তুতি' , এটাই সব থেকে বেশি উত্তেজক মনে হয় আমার কাছে। তার মানে এবার থেকে চিরন্তনের চোখ দিয়ে বাকি ঘটনাগুলো আমরা দেখতে পাব! বেশ interesting হবে বলেই মনে হচ্ছে ব্যাপারটা।