12-09-2023, 10:06 AM
(11-09-2023, 10:41 PM)Baban Wrote: এমন দুম করে বোম ফেললে যে অজান্তেই বান্টু টান্টু হয়ে গেলো। এসব কিন্তু ঠিক নয়এবার যে নরমাল ভাবে হাঁটতেও অসুবিধা হবে।
যাক গে। এই গল্পের অন্যতম সেরা পর্ব এটা আমার কাছে। হয়তো বিশাল কিছুই ছিলোনা কিন্তু আসন্ন ভয়ঙ্কর পরিস্থিতির জন্মদাতা এই পর্ব। তাই গুরুত্বপূর্ণ পর্ব তো বটেই। মাঝে মাঝে এমন সারপ্রাইস পেতে ভালোই লাগে। কি প্ল্যান মাইরি! দুদিকেই আগুন লাগিয়ে দিয়ে মাঝে অন্ধকারে লুকিয়ে পিশাচ গুলো আনন্দে উল্লাসে ব্যাস্ত। কারণ আর কিছু সময়ের অপেক্ষা। তারপরে নতুন সুস্বাদু মাংস ভক্ষণের সুযোগ পাবে তারা। একটা সংসার ধ্বংস করে তার মধ্যেকার সবচেয়ে দামি জিনিসটা হাতিয়ে নেবার লোভ সামলানো বড্ড কঠিন।
তবে একটা ব্যাপার দারুন লাগলো আর অবাকও করলো। শেষের ঘটনাটা চিরন্তন বলতে শুরু করলো। একদিক থেকে দেখলে সত্যিই ঘোড়ার থুড়ি অসতিপতির মুখ থেকে শোনার একটা মজা আছে। তার অন্তরের অনুভূতি গুলো জানা যায়। এই ধরণের পাঠক আলাদা মজা পায়। যেমন আমিও কয়েকটা প্রথম পুরুষ হিসেবে লিখেছি। কিন্তু আমার প্রশ্ন হলো হটাৎ করে এই ডিসিশনটা নিলে কেন? পাঠকদের তার অর্থাৎ চিরন্তন এর পক্ষটা জানাতে অর্থাৎ তার পক্ষ নিয়ে একটা ইমোশন জাগাতে নাকি গল্পে রসের স্বাদ আরও বাড়াতে? যদিও দুই ক্ষেত্রেই পাঠকদের লাভ। নন্দনা মূল নায়িকা হলেও পতির পার্ট আলাদা মর্যাদা রাখে। বলা উচিত ওটাই আসল।
খুব ভালো প্রশ্ন। দ্যাখো, চিরন্তনের মনের অনুভূতিগুলো জানানোর জন্য এরপর থেকে গল্পটা প্রথম পুরুষে লেখার দরকার ছিলো না। কারণ, লেখক হিসেবে অর্থাৎ থার্ড পার্সন হিসেবে এতদিন শুধু চিরন্তন কেনো, গল্পের অন্যান্য চরিত্রগুলির অন্তরের অনুভূতি আমি প্রকাশ করে যাচ্ছিলাম। এবং এই কাজটা অর্থাৎ তৃতীয় পুরুষ হিসেবে গল্প লেখাটা সবথেকে কঠিন বলে আমি মনে করি। কারণ এক্ষেত্রে লেখার সময় প্রত্যেকটা চরিত্রকে নিজের জায়গায় বসিয়ে লিখতে হয়। অন্যদিকে প্রথম পুরুষ হিসেবে লেখা কিছুটা হলেও সহজ। কারণ সেক্ষেত্রে সে শুধু নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে পারে। বাকি চরিত্রগুলির 'আঁখো দেখা হাল' অর্থাৎ যা দেখছে তার লাইভ কমেন্ট্রি করে।
চিরন্তনের মুখ (পড়ুন দৃষ্টিভঙ্গি) থেকে পরবর্তী ঘটনাগুলি লেখার কারণ হলো .. এর আগে অসতিপুত্র নিয়ে গল্প লিখলেও অসতিপতি নিয়ে আমি কোনোদিন কিছু লিখিনি। সেক্ষেত্রে পতি যদি নিজে তার পত্নীর সেই সব দুর্বল মুহূর্তের বর্ণনা দিতে পারে! তার থেকে উত্তেজক আর কিছু হয় না।