11-09-2023, 02:09 PM
(10-09-2023, 02:29 AM)Soilab Wrote: রাজীবকেই কেনো জানি বাস্তবসম্মত লেগেছে প্রথমে। যে আদিত্যের কথা ই অনুরিমা শুনতে পেতো না তাকে কেনো এতো প্রশ্রয় দিবে! তাও আবার প্রথম চলাতেই। আমার একটা খারাপ লাগা কাজ করতেছে অনুরিমার প্রতি যে এতো সহজেই আদিত্যের সাথে কটেজে উঠে পড়লো। যেহেতু অনুরিমা আগে থেকেই আদিত্যকে পছন্দ করতো না তাই যে করেই হোক কটেজে উঠা ছাড়া আদিত্য যদি অনুরিমাকে বাসায় পৌছে দিতো তাহলে আদিত্যের প্রতি অনুরিমার বিশ্বাস আসাটা যুতসই ছিলো। স্রোতা হিসেবে তখন হয়তো অনেকেরই আদিত্যকে পছন্দ হতো। যাইহোক এটা টোটালি পার্সোনাল মতামত।
আপনার গল্প ভালো লাগে কারণ আপনি রিয়েলিস্টিক ওয়েতে লিখেন এবং আপনার কল্পনাশক্তি প্রখর।
আহত অনুরিমার কাছে কোনো অপশন তখন পড়েছিলোনা। সে ঠিক মতো হাঁটতে-চলতে পারছিলো না , সেই কারণে সে না চাইতেও আদিত্যর উপর ডিপেন্ডেন্ট হয়েগেছিলো। তাই তো হোটেলে গিয়েও সে কিছুতেই এক রুম শেয়ার করতে চাইছিলো না। ১৯ তম পর্বেই শুরুর দিকে দেখা গেছে , অনুরিমা মনে মনে আদিত্যকে বলছিলো সে তাকে বিশ্বাস করতে চাইছে না , কিন্তু মুখ ফুটে সেটা বলতে পারছিলো না , কারণ এতটা অকৃতজ্ঞ অনুরিমা হতে পারছিলো না।
পর্ব ১৯ এর সেই অংশ :
লজে ঢুকে আদিত্য তাদের জন্য দুটো রুম চাইলো। কিন্তু দুর্ভাগ্যবশত সেই লজে তখন একটিই মাত্র ঘর ফাঁকা ছিল। তা শুনে অনুরিমা আদিত্যকে বললো অন্য কোথাও যেতে। আদিত্য অনুরিমাকে বোঝালো যে এই এলাকায় আর কোনো ভালো লজ নেই। তাছাড়া তারা তো মাত্র কিছুক্ষণের জন্য থাকবে , তাহলে অনুরিমা কেন এতো হেসিটেট করছে ? আদিত্য জানতে চাইলো , অনুরিমা কি তাকে বিশ্বাস করছে না ? অনুরিমার মন তো চাইলো এটাই বলতে যে হ্যাঁ , করছি না বিশ্বাস। এই স্বল্প আলাপে কাউকেই কখনও বিশ্বাস করা যায়না। কিন্তু আদিত্য যে ওর জন্য এতকিছু করলো , নিজের দামী গাড়িটা পর্যন্ত পুলিশের হাতে ছেড়ে চলে এলো, সেই কৃতজ্ঞতা থেকেই অনুরিমা এই কঠোর সত্যিটা আদিত্যর মুখের উপর বলতে পারলো না। সে চুপ করে দাঁড়িয়ে রইলো। অগত্যা একটি রুমের চাবি নিয়েই আদিত্য ও অনুরিমা লিফট দিয়ে উঠে গেলো লজের তিন তলায়।