09-09-2023, 04:38 PM
পর্ব ২০
অবশেষে অনুরিমা বাথরুমের দিকে যেতে লাগলো। তার পা যেন চলছিলো না। প্রচন্ড ভয় ভয়ে ছিলো। লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিলো তার। কিন্তু কোনো উপায় নেই। তাকে তার শরীরের দিকটাও দেখতে হবে। লজ্জা ঢাকতে গিয়ে এই অবস্থায় শরীরের বারোটা বাজালে , তাকে কে দেখবে ? সমীর তো নিজের ফ্যান্টাসি নিয়েই মশগুল রয়েছে। তার জন্যই তো অনুরিমাকে এতো ঝামেলা পোহাতে হচ্ছে।
কার জন্য আজ তাকে ছুটে যেতে হলো সুচরিতার কাছে ? কার জন্য তাকে এক পরপুরুষের সাথে ওসব রিহার্সাল করতে হয়েছে ? ওসব অহেতুক উটকো ঝামেলা অনুরিমার ঘাড়ে এসে না পড়লে ওকে তো আর আজকের এই বৃষ্টি-বাদলের দিনে বাড়ি থেকে বেড়োতে হতো না ! বাড়ি থেকে বেড়োনোর সময়ই সে আজ দেখেছে আকাশটা কিরকম ভার করে আছে। তবুও সে বেড়িয়েছিলো সুচরিতার সাথে দেখা করতে কারণ সে স্বয়ং এটা নির্ণয় করতে পাচ্ছিলো না যে সমীরকে সে কতোটুকু বলবে রিহার্সাল সম্পর্কে ! আর ওই রিহার্সাল তাকে করতেই হতো না যদি সমীরের মাথায় এই অদ্ভুত ফ্যান্টাসির ভূত চেপে না বসতো। তাহলে সবদিক দিয়ে সমীরই একমাত্র দায়ী, তার আর আদিত্যর বৃষ্টি ভেজা অবস্থায় কোনো এক হোটেলের এক ঘরে স্টে করার পিছনে।
![[Image: 899488-h.webp]](https://i.ibb.co/B2v3Q2w/899488-h.webp)
![[Image: hq720.jpg]](https://i.ibb.co/RNk34b0/hq720.jpg)
সামনে অনুরিমা পিছনে আদিত্য
মনে মনে সমীরকে দোষারোপ করতে করতে সে আনমনে বাথরুমের দিকে এগোচ্ছিল। একটু ডিসটেন্স বজায় রেখে আদিত্যও তার পিছন পিছন যাচ্ছিলো, দরজার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করবে বলে, কখন অনুরিমা নিজের পরিহীত বস্ত্রসমূহ এক এক করে খুলে আড়াল থেকে তার হাতে সঁপে দেবে সেই জন্যে।
বাথরুমের দরজার পাটাতন-টা একটু উঁচু ছিল। বাথরুমে ঢোকার সময়ে আনমনা অনুরিমা সেটা খেয়াল করেনি। সঙ্গে সঙ্গে হোঁচট খেয়ে সে পড়তে যাচ্ছিলো ঠিক তখুনি পিছন থেকে আদিত্য এসে তাকে জাপটে ধরে ফেললো। কিছুটা আতঙ্কের সুরে টেন্সড হয়ে আদিত্য বলে উঠলো , "কি করছো কি !! কোথায় থাকে মনটা তোমার ? এক্ষুনি তো একটা বড়ো বিপদ বাঁধিয়ে ফেলছিলে ! ভাগ্যিস আমি পেছন পেছন আসছিলাম, দরজার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে। কারণ তোমার ছেড়ে দেওয়া জামাকাপড় গুলো কালেক্ট করে মেলবো বলে। "
অনুরিমা তখন নিজেকে সামলে নিয়ে ঠিক মতো উঠে দাঁড়ালো। তারপর বললো , "থ্যাংক ইউ। আই এম ফাইন নাও। "
আদিত্য খানিকটা রেগেমেগে বললো, "তোমার থ্যাংকস আমার লাগবে না। তুমি দয়া করে একটু সাবধানে চলা ফেরা করো। তুমি অলরেডি পড়ে গিয়ে চোট পেয়েছো , আবার পড়ে গেলে কি হতো শুনি ! বাস স্টপে ভিজে মাথায় দাঁড়িয়ে অনেক কষ্টে তোমার মেডিক্যাল ড্রেসিং করেছি, কিন্তু সবটা ঠিক মতো করতে পারিনি। এখন তুমি কাপড় ছেড়ে এলে ভালো করে তোমার ড্রেসিং করে দেবো। ফাস্ট এইড বক্সটা সাথে করে কোনোমতে নিয়ে এসছি। "
- "তার আর দরকার পড়বে না , আমি এখন ঠিক আছি। "
- "সেটা নাহয় আমাকে বুঝতে দাও অনুরিমা। যাই হোক , ভালো করে গা হাত পা ধুয়ে টাওয়েল গায়ে দিয়ে বেড়ো , তারপর আবার তোমার ভালো মতো ড্রেসিং করে দেবো , যাতে কাটা জায়গায় ইনফেক্শন না হয়ে যায়। "
আদিত্যর এতো কেয়ার নেওয়া , স্বামীর মতো বকাঝকা করা , সব যেন অনুরিমাকে অজান্তেই মন্ত্রমুগ্ধ করে তুলছিলো। তার উপর বাড়তি সংযোজন আদিত্যর "তুমি" ডাক। তাই আবার সে না চাইতেও সমীরের সঙ্গে আদিত্যর তুলোনা টেনে ফেলছিলো। এরকমটা তো সে রাজীবের বেলায় করেনি , তবে আদিত্য কেন বারবার তার মনের দরজায় কড়া নেড়ে দিচ্ছে ! এতোটা যত্ন , শাসন , এসবকিছু তো অনুরিমা শুধু একজন মানুষের কাছ থেকে এক্সপেক্ট করে, সেটা তার সন্তানের বাবা সমীর। এত বছরের বিবাহিত জীবনে নিঃসন্দেহে সে সমীরের কাছ থেকে ভালোবাসা পেয়েছে , কিন্তু এরূপ যত্ন সে পায়নি। অপর কেউ দেয়নি বলে তার এই ব্যাপারটা এতোদিন মাথায়ও আসেনি। আজ যখন হঠাৎ করে অন্য এক পুরুষ তার যত্ন নিচ্ছে , তার ভালোর জন্য তাকেই শাসন করছে তখন তার মনে পড়ছে সমীরের খামতির জায়গা গুলি।
![[Image: 366290881-2050316285307808-4685424565937636269-n.jpg]](https://i.ibb.co/8d35C8r/366290881-2050316285307808-4685424565937636269-n.jpg)
![[Image: 370484591-2058935761112527-5006408359553042068-n.jpg]](https://i.ibb.co/frLGcdC/370484591-2058935761112527-5006408359553042068-n.jpg)
বেশ কিছুক্ষণ সে এভাবেই আদিত্যর দিকে তাকিয়ে সেসব কথা ভাবতে লাগলো। তারপর আদিত্যই তার বাস্তব চেতনা ফেরালো , "কি হলো অনুরিমা , কি এতো ভাবছো তুমি ? "
খানিকটা চমকে গিয়ে অনুরিমা নিজেকে সামলে নিলো। আঙ্গুল দিয়ে নিজের চুল-কে কানের পাশে সরিয়ে কিছু না বলে বাথরুমে প্রবেশ করলো। আদিত্যর মুখের সামনে দরজাটা বন্ধ করে দিলো। আদিত্য ওখানেই দাঁড়িয়ে রইলো। বাথরুমে ঢুকে সে ভাবতে লাগলো তার এই কাজটা করা উচিত কিনা যেটা আদিত্য তাকে করতে বলছে।
অনেক ভাবার পর সে নিজের শাড়িটা আস্তে আস্তে খুলতে লাগলো। ভেজা শাড়িতে সত্যি তার খুব অস্বস্তি হচ্ছিলো। তখুনি বাথরুমের দরজায় আদিত্য কড়া নাড়লো। আসলে অনুরিমা কাপবোর্ডে পড়ে থাকা অপর টাওয়েলটি নিজের সাথে নিয়ে আনতেই ভুলে গেছিলো। তার মনের উপর দিয়ে এতো চাপ যাচ্ছিলো যে সে সেই দিকে খেয়ালই করেনি। অনুরিমার বাথরুমে প্রবেশ করার পর আদিত্যর মাথায় স্ট্রাইক করলো যে সে অনুরিমার হাতে কোনো টাওয়েল দেখেনি , যখন তাকে মুখ থুবড়ে পড়ার থেকে আদিত্য বাঁচিয়ে ছিল। আদিত্য কাপবোর্ডের কাছে গিয়ে খুলে দেখলো তার ভাবনাই ঠিক। অপর তোয়ালে-টি যেখানে ছিল সেখানেই পড়ে রয়েছে। তখন আদি সেটা নিয়ে গিয়ে বাথরুমের দরজায় কড়া নাড়লো।
অনুরিমা চমকে গেলো। কারণ সে তখন নিজের ভেজা শাড়িটা গা থেকে খুলে ফেলছিলো। ভেতর থেকে কোনো শব্দ না পেয়ে আদিত্য বাইরে থেকে অনুরিমাকে বললো , সে তোয়ালেটা না নিয়েই বাথরুমে গ্যাছে , তাই বাইরে আদিত্য তোয়ালে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। অনুরিমার খেয়াল হলো , ঠিক তো ! সে তোয়ালেটাই নিয়ে আসেনি।
অনুরিমা দরজার ছিটকিনি-টা খুলে অল্প ফাঁক করলো। সেখান দিয়ে নিজের হাত বাড়ালো। বাইরে থেকে শুধু অনুরিমার দুধ সাদা কোমল হাতটিই দেখা যাচ্ছিলো , আর কিছু না। আদিত্য সময় নষ্ট না করে সেই ফাঁক দিয়েই তোয়ালেটা অনুরিমার হাতে ধরিয়ে দিলো। অনুরিমা আবার দরজা বন্ধ করে দিলো।
এই ছোট্ট একটা ঘটনা অনুরিমার মনে আদিত্যকে নিয়ে আত্মবিশ্বাস জাগালো। তার মনে যেটুকু ডাউট্ ছিল আদিত্যর সততা নিয়ে সেটুকুও তখন মুছে গেলো, আদিত্যর এই ছোট্ট সাহায্য ও সুযোগের অপব্যবহার না করা থেকে। তাই এবার অনুরিমা সব দ্বিধা কাটিয়ে একে একে নিজের শাড়ি , সায়া , ব্লাউজ সব খুলে দরজার ফাঁক দিয়ে নিজেকে আড়াল করে আদিত্যর হাতে তুলে দিতে লাগলো , আর আদিত্যও বাধ্য ছেলের মতো এক এক করে অনুরিমার বস্ত্র গুলো নিয়ে দড়িতে মেলতে লাগলো।
অনুরিমা পরনে তখন শুধু নিজের অন্তর্বাস দুটি (ব্রা ও প্যান্টি) ছিল। সে দরজাটা হালকা করে খুলে উঁকি মেরে দেখতে চাইলো এখনো আদিত্য দরজার বাইরে দাঁড়িয়ে আছে কিনা ? কারণ কথা মতো আদিত্যর তো কাজ শেষ। সে কেনই বা তাহলে দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে ?
অনুরিমা উঁকি মেরে দেখলো আদিত্য নেই। সে দূরে বিছানায় গিয়ে বসে রয়েছে বাথরুমের দিকে পিঠ করে। অনুরিমা হাঁফ ছেড়ে বাঁচলো। আদিত্য তার কথা রেখেছে। আদিত্যর সত্যি অন্য কোনো উদ্দেশ্য নেই অনুরিমার প্রতি। সে সত্যিই তাদের হেল্থ এর কথা মাথায় রেখেই অনুকে নিজের ভেজা কাপড় ছাড়তে বলেছিলো।
![[Image: 369786359-2058228621183241-7896274158250244106-n.jpg]](https://i.ibb.co/5xm1gnQ/369786359-2058228621183241-7896274158250244106-n.jpg)
অনুরিমা নিজের মনকে বললো সে সঠিক মানুষকেই বিশ্বাস করেছে। এবার সে নির্দ্বিধায়ে নিজের অন্তর্বাস ছেড়ে শুধু তোয়ালে জড়িয়ে বেরিয়ে আসতে পারবে। সে এখন ১০০ শতাংশ নিশ্চিত আদিত্য এই পরিস্থিতির কোনোরূপ ফায়দা তুলবে না। বিকউস্ আদিত্য রিয়্যালি ইস এ পিওর জেন্টলম্যান। ইস্স, কেনো যে সুচরিতা বিয়েটা ভাঙলো ? অনুরিমার মনে আবার তাদের বিয়ে নিয়ে কৌতূহল জেগে উঠলো। তার মন সুচরিতার জন্য আফসোস করতে লাগলো। নাকি আফসোসটা ছিল নিজের জন্য , সমীর কেন আদিত্যর মতো পারফেক্ট নয় ? কারণ তার চোখে আদিত্য এখন এক আদর্শ পুরুষ হয়ে উঠেছিলো , যে সুযোগ থাকলেও কোনো মেয়ের অনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেনা, উল্টে তার যত্ন নিতে জানে।
![[Image: Star-Jalsha-Khelaghor-New-Time-Table-1264x720-jpg.webp]](https://i.ibb.co/P5d2qVS/Star-Jalsha-Khelaghor-New-Time-Table-1264x720-jpg.webp)
আদি + অনু = আদিনু
