08-09-2023, 09:30 PM
(08-09-2023, 08:56 PM)Aliazam_sujan Wrote: আর একটু বড় হলে।। মনে হয় ভাল হত।।।।
আমি চাইলেই বড়ো পার্ট দিতে পারি , কিন্তু যখন লিখতে বসি তখন লেখিকা হিসেবে বুঝতে পারি গল্পের কোন মুহূর্ত কোথায় গিয়ে শেষ হচ্ছে। তাই তখুনি পর্বটা কে সেখানে থামিয়ে দিই। এটা খানিকটা মেগা সিরিয়াল বা ওয়েব সিরিজের এপিসোডের মতো। গল্প হোক বা সিরিজ , সব গুলি অনেক ঘটনা, চরিত্র , কালের মিশ্রণ। তাই সেগুলো কে সেই ভাবেই ভাগ করে পর্ব তৈরী করতে হয়।
এই যেমন দেখুন পর্ব ১৯ কোথায় শেষ হলো ? যেখানে আদিত্য অনুরিমাকে বলছে তার কাপড়ের সাথে সাথে তার অন্তর্বাসও খুলে মেলতে হবে , এবং যথেষ্ট কারণ দেখিয়ে সেটা বলছে। আর এইখানেই পূর্বের পর্বের সমাপ্তি হওয়াটা শ্রেয়। কারণ পরবর্তী পর্বে আপনারা দেখতে পাবেন অনুরিমা ঠিক কতোটা কি করবে। অর্থাৎ সে কি তার সবকিছু খুলে রাখবে , নাকি লজ্জায় সে নিজের স্বাস্থ্যের সাথে আপোস করবে।
অল্প অপেক্ষা করুন তা জানতে। .....