08-09-2023, 11:32 AM
(08-09-2023, 12:01 AM)ray.rowdy Wrote:মানালি, সবার প্রথমে বলতে চাই যে, গল্পের কাহিনী খুব সুন্দর গতিতে এগিয়ে চলেছে, আর দারুণ উপভোগ্য হয়ে উঠছে. যৌনতা যেন কাহিনীতে উদ্ভূত পরিস্থিতির চাহিদা অনুসারেই আসে, শুধু যেন যৌনতার খাতিরে নয়; নাহলে গল্পের পুরো বুনোটটাই নষ্ট হয়ে যাবে. তাই গল্পের গতি নিয়ে খুব একটা ভাবার কিছু নেই.তবে কিছু কিছু বানান ভুল অন্ততঃ চোখে লাগছে. যেমন 'গ্যাছে'. ঠিক বানানটা হচ্ছে 'গেছে'.আর হ্যাঁ, তোমাকে অনেক ঝুঁকি নিয়ে লিখতে হয়. লেখাটা একটা এক ধরণের শিল্প. তাই তাতে কোনো তাড়াহুড়ো, চাপ চলে না. তুমি তোমার মতো করে কোনো চাপ বা ঝুঁকি না নিয়ে লিখতে থাকো. তবে লেখা সুন্দর হবে. আমরা অপেক্ষা করতে রাজী আছি, কিন্তু গল্পের মানের সঙ্গে কোনো আপোস করতে নয়. তাই গল্পের মানের সঙ্গে কোনো আপোস করতে যেও না. শুভেচ্ছা রইলো.
ধন্যবাদ, আমার ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য। "গ্যাছে" আর "গেছে" এর মধ্যে আমার কিছু কনফিউশন ছিল, সেটা আমি মানছি। আর লেখার সাথে আপস কখনো করিনি আর কখনো করবোও না। এভাবে পাশে থেকে আমার লেখনীর গঠনমূলক বিশ্লেষণ করার জন্য আবারো অনেক অনেক ধন্যবাদ।