05-09-2023, 09:51 PM
শেষ হল এক অনন্য উপন্যাস। একদম শেষের দিকে এর পাঠক হয়েছিলাম, xossipy'র এক লেখকের অনুরোধে। পড়ে বুঝেছিলাম ঠকিনি, তাঁর কোন পরামর্শেই আজ অবধি ঠকিনি। তবে একদম শেষের পর্বগুলোতে আসায় হয়ত সেভাবে কমেন্ট কোনদিন করা হয়ে ওঠে নি। তবে শুরু থেকে সবটাই পড়েছি। প্রত্যেকটা চরিত্রের সাথে একাত্মও হয়েছিলাম। মাঝে মাঝে কিছু পর্ব মিস ও হয়েছে। সেটা হওয়া ভাল ওই বাহানায় আরেকবার পড়ে ওঠা যাবে এই ঘরছাড়া পাগলের কাহিনী। ভাল থাকবেন কামদেব স্যার।