05-09-2023, 09:39 PM
অনেকবারই ভাবছিলাম পড়তে পড়তে জিজ্ঞেস করবে কি না শেষে না পেরে জিজ্ঞেস করেই ফেললাম। আপনার কিঙ্কিনেস অনেকটা প্রবাদ প্রতিম লেখক সোহম রায়ের মত। উনি অনেকদিন হল ফোরামে আসা ছেড়ে দিয়েছেন। আপনার লেখাগুলো পড়তে পড়তে মনে হচ্ছে যেন সেই সোহম রায়ই আবার কলম ধরেছেন। আপনি ছদ্মনামে বা ছদ্মবেশে উনিই নন তো স্যার? যেটাই হোক এই গল্প পড়ে আমার রসুনের মিটার বেশ হাই হয়ে গেছে। পুরো 5টা রেপুই আপনাকে দিলাম।