05-09-2023, 06:12 PM
এই গল্পটার সাথে আমার নিখোঁজপুরের গল্পের একটা দারুণ মিল আছে। তবে আপনারটা আমারটা থেকে অনেক বেটার। দত্তাত্রেয় স্যারের সাথে সহমত আপনার লেখার হাত অনবদ্য। চালিয়ে যান সাথে আছি। সায়রা ম্যাডামের পরামর্শটা খেয়াল করবেন, ফন্টটা একটু বড় করে দেবেন মোবাইলের স্ক্রীনে ভাল ফুটে উঠবে। এডিট অপশনে গিয়ে পুরো লেখাটা সিলেক্ট করে |A নামের একটা আইকন আছে ওতে সিলেক্ট করে সাইজটা 7 করে দেবেন তাহলেই হবে। পরবর্তী অধ্যায়ের অপেক্ষায় থাকলাম আশা করি তাড়াতাড়ি পাবো। তবে চাপ নেবেন না সময় নিয়ে গুছিয়ে বাগিয়ে লিখুন। আপনি খুব জলদি এই ফোরামের সম্পদ হয়ে উঠবেন এটা আমার গ্যারান্টি থাকল যদি অবশ্যই এই কোয়ালিটি ধরে রাখেন তো।