05-09-2023, 09:36 AM
(04-09-2023, 08:35 PM)Monen2000 Wrote: চমৎকার, অসাধারণ
(04-09-2023, 10:00 PM)Somnaath Wrote: অনেকেই অনেক কথা বলে বা অনুরোধ করে, সবার সব কথা কি রাখা যায়? লেখার হাত এবং বেশ কিছু জায়গায় তোমার ফুটিয়ে তোলা সেন্স অফ হিউমার অসাধারণ। তবুও বলবো এই পর্বটা লেখার কি খুব একটা দরকার ছিল? আমার তো মনে হয় না।
এই পর্বের মুখবন্ধটা ভালো করে পড়ো, তাহলে তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে।
(05-09-2023, 01:18 AM)কাদের Wrote: আপনি আপনার এই লেখায় বেশ এক্সপেরিয়েমেন্ট করছেন মনে হল। আমার ভাল লাগছে। আপনি আপনার মত লেখা চালিয়ে যান। অনেক সময় পাঠকরা যেই পর্ব পড়ছে তার বাইরে দেখতে পারে না, সেই ক্ষেত্রে লেখকে জানে কি আসতে যাচ্ছে সামনে। তাই আপনি আপনার মত লিখে যান। পাঠকরা পুরো গল্প শেষ হলে যোগসূত্র খুজে পাবে।
যথার্থ বলেছেন, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ