05-09-2023, 01:18 AM
আপনি আপনার এই লেখায় বেশ এক্সপেরিয়েমেন্ট করছেন মনে হল। আমার ভাল লাগছে। আপনি আপনার মত লেখা চালিয়ে যান। অনেক সময় পাঠকরা যেই পর্ব পড়ছে তার বাইরে দেখতে পারে না, সেই ক্ষেত্রে লেখকে জানে কি আসতে যাচ্ছে সামনে। তাই আপনি আপনার মত লিখে যান। পাঠকরা পুরো গল্প শেষ হলে যোগসূত্র খুজে পাবে।