04-09-2023, 10:48 AM
পর্ব ১৭
বাড়িতে ফিরে সমীর বিন্দুমাত্র সময় নষ্ট না করে রাজীবকে টেক্সট মেসেজ করে জানায় যে সে রাজি প্রক্রিয়াটা-কে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। রাজীব তাকে পরবর্তী সময় ও লোকেশন অনুরিমার সাথে কথা বলে ঠিক করে নিয়ে সময়মতো জানিয়ে দেবে বলে আশ্বাস দিয়ে ফোন রাখে। বাড়িতে অনুরিমা মোটামুটি স্বাভাবিকই ছিল। রোজকার কাজে ব্যস্ত ছিল। কিন্তু অনুরিমাকে দেখে সমীরের এক অদ্ভুত ফিলিং হচ্ছিলো , বমি পাচ্ছিলো। ওর মাথায় তখন সিনেমা হলের দৃশ্য গুলো ঘুরপাক খাচ্ছিলো। সে ভাবলো এইটুকুতেই তার এই অবস্থা , আরো কিছু ঘটতে দেখলে কি পরিণতি হবে তখন ? সে কি আর তার স্ত্রীকে নিজের কাছে টেনে নিতে পারবে ? সে কোনো ভুল পথে হাঁটছে না তো ?
অনুরিমাও লক্ষ্য করলো যে সমীর প্রচন্ড অন্যমনস্ক হয়ে আছে। সে তার দিকে ফিরেও তাকাচ্ছে না ! কিন্তু কেনো ? সে কি জানতে পেরে গ্যাছে আজকের ঘটনাগুলো ? নাহঃ !! মনে মনেই কেন জানি অনুরিমা প্রচন্ড ভয় পেয়ে গেলো এই সম্ভাবনার কথা ভেবে। সমীর জানবে কি করে ? রাজীব তো কোনোমতে তাকে জানাবে না। সারাদিন সমীর অফিসে ছিল , যথারীতি নিজের সময় মতোই বাড়ি ফিরলো। তাহলে ? সে কি একটু বেশিই ভাবছে আজকের ব্যাপারটা নিয়ে ? সমীর হয়তো আবার কোনো অফিসের ব্যাপার নিয়েই চিন্তা করছে। যা হেক্টিক কাজ ওর , সবসময়েই কিছু না কিছু লেগেই থাকে ওর কর্মজীবনে। এইসব ভেবে অনু একটু হালকা অনুভব করলো। কিন্তু মনের এক ঈশান কোণে যে কষ্টের বাসা বেঁধেছে। যতই সে মনকে বোঝাক , মন যেন বারবার বলছে আজ সে যা করেছে তা কোনোভাবেই যুক্তিসম্মত ছিলো না। সে তার স্বামীর সাথে প্রতারণা করেছে। যার কোনো ক্ষমা হয়না।
অনুরিমা একবারের জন্য ভাবলো যে সে সমীরকে সব সত্যি কথা বলে দেবে। সমীর নিশ্চই বুঝবে কেন সে রাজীবের সাথে দেখা করতে গেছিলো এবং সেইসব মুহূর্ত কাটিয়েছিলো। পরক্ষণে ভাবলো যে এই বিষয়টা নিয়ে একবার সুচরিতার সাথে কথা বলে নেওয়া যাক। সুচরিতা তো মোটামুটি জানেই সব। ও হয়তো সঠিক উপদেশ দিতে পারবে। তারপর নাহয় সে সমীরকে বলার চেষ্টা করবে। অথচ এই পতিপাগল মেয়েটি জানতোই না যে সবকিছু সমীরের ইচ্ছানুসারেই হচ্ছিলো। জানতে পারলে যে অনুরিমা কি করতো তা কারোর পক্ষে বলা সম্ভব নয়।
![[Image: 241216735-234401528691268-8583286738478561588-n.jpg]](https://i.ibb.co/j54WQ03/241216735-234401528691268-8583286738478561588-n.jpg)
![[Image: 175665883-3639962356112061-6176481481511821656-n.jpg]](https://i.ibb.co/XpTd7mb/175665883-3639962356112061-6176481481511821656-n.jpg)
রাতের বেলা যখন দুজনেই একই বিছানায় এসে উপস্থিত হলো তখন কেউই কারোর দিকে চেয়ে ঠিকমতো কথা বলতে পারছিলো না। দুজনের মনের মধ্যেই প্রবল ঝড় চলছিলো। অনুরিমার গিল্ট ফিলিং হচ্ছিলো তো সমীরের মনে চাপা অন্তর্দ্বন্দ্ব চলছিলো। তবুও সমীর কিছুতেই নিজের ফ্যান্টাসির নেশা-কে কাটিয়ে উঠতে পারছিলো না। সে ভাবছিলো যে হয়তো বিষে বিষেই বিষক্ষয় সম্ভব , লোহাই লোহা-কে কাটবে। অর্থাৎ অনুরিমাকে রাজীবের সাথে ক্লোস হতে দেখে তার মনে যতই ঝড় উঠুক না কেন, তার অটুট বিশ্বাস এই যে কাকোল্ড ফ্যান্টাসির থেকে মুক্তির পথ একটাই। ভয়-কে জয় করার জন্য ভয়েরই সম্মুখীন হওয়া। অন্তত একবার তার ভয়াবহ কল্পনা সত্যি হোক। একবার কেউ তার প্রিয়তমা অনুরিমাকে নিজের করে নিক। তখন যে জ্বালায় সে জ্বলবে সেই জ্বলনে তার মন আবার পরিশুদ্ধ হয়ে যাবে। ফের সে পুরনো ও স্বাভাবিক সমীর হয়ে উঠবে। কিন্তু যদি এর উল্টো হয়, তখন ? সেই জ্বলনে দ্বগ্ধ হয়ে যদি সমীর বা অনুরিমার মধ্যে কোনো একজনের মন অপরের থেকে উঠে যায় , তাহলে কি হবে ? কি হবে ছোট্ট তিন্নির ? ভেবে দেখেছে কি সমীর তা ?
বিছানায় শুয়ে আকাশ পানে চেয়ে সমীর এসব ভাবছিলো। অনুরিমা দেখলো তার স্বামী গভীর কোনো চিন্তায় মগ্ন রয়েছে। তারও আজ তার স্বামীর সাথে কথা বলতে মন চাইছিলো না। আগে সুচরিতার সাথে কথা বলবে তারপর সিদ্ধান্ত নেবে সে কতোটা তার স্বামীকে বলবে বা বলা উচিত তার। তাই অনুরিমা কিছু না বলে চুপচাপ পাশ ফিরে ঘুমিয়ে পড়লো। কিছুক্ষণ পর সমীরেরও চোখটা লেগে এলো।
![[Image: 314366529-151290030966215-8241485589187068491-n.jpg]](https://i.ibb.co/4d0K1yb/314366529-151290030966215-8241485589187068491-n.jpg)
পরের দিন অনুরিমা ছুটলো সুচরিতার সাথে দেখা করতে। দেখা মাত্র সুচরিতা বেশি এদিক ওদিকের কথা না বাড়িয়ে প্রথমেই জানতে চাইলো কি কি হয়েছে তার আর রাজীবের মধ্যে। অনুরিমা ঢোঁক গিলে জল পান করে ধীরে ধীরে নিচু স্বরে সব বর্ণনা করতে লাগলো। সব কথা শুনে সুচরিতা অনুরিমাকে বললো সে কোনো খারাপ কাজ করেনি, মিছি মিছি গিল্ট ফিলিং-এ ভুগছে সে। অনুরিমা তার স্বামীকে এসব কথা বলবে কিনা তার পরামর্শ চাইতেই সুচরিতা সঙ্গে সঙ্গে "না" বলে উঠলো।
- "অনু , তুই কি পাগল হয়েছিস ? এসব কথা তুই সমীরকে এখন জানাতে যাবি !"
- "আমি শুধু নিজের কাছে পরিষ্কার থাকতে চাই। তাছাড়া সমীরকে জানালে কি হবে ? সে তো নিজেই চেয়েছিলো এসব ! এখন তাই একজন অনেস্ট ওয়াইফ হিসেবে আমার উচিত যে আমি যাই কিছু করে থাকি না কেনো তা সবটুকু ওর কাছে কনফেস করা। আমি শিওর যখন আমি ওকে পুরো ঘটনা এবং তার কারণ গুলো ব্যাখ্যা করে বলবো, তখন ও আমাকে ঠিক বুঝবে। তাছাড়া আমি তো রাজীব বাবুর সাথে সবকিছু করিনি। রিহার্সালের নামে যতটুকু প্রয়োজন ছিল ততোটুকুই করার চেষ্টা করেছি মাত্র। তারপর রাজীব বাবু সীমা অতিক্রম করতে চাইলে আমি সঙ্গে সঙ্গে তাঁকে বাঁধা দিয়ে সেই পর্যায়েই রিহার্সালের যবনিকা পতন ঘটিয়েছি।"
- "আমি তোর কথা সব বুঝতে পারলাম। আমি তো বললাম তুই কোনো অন্যায় কাজ করিসনি। তুই সমীরকে ঠকাসনি। কিন্তু একটা কথা বল , তোর মেন্টর অর্থাৎ রাজীব কি তোকে বলেছে এসব কথা সমীরকে জানাতে ?"
- "নাহঃ , কিন্তু আমি ওনার কথা সবসময়ে শুনতে যাবো কেনো ? ওনার থেকে আমি আমার স্বামীকে ভালোভাবে চিনি ও জানি। "
- "ফালতু জেদ করিসনা অনু , ভুলে যাসনা রাজীব একজন সেক্সওলজিস্ট , হি নোস্ বেটার দ্যান ইউ টু হাউ টু হ্যান্ডেল দা সিচুয়েশন। নাহলে তুই ওঁর কাছে সমীরকে নিয়ে গেছিলিস কেনো এতোই যদি তুই সমীরের ব্যাপারে সবজান্তা হয়ে থাকিস তো ?"
অনুরিমা আর না পেরে মাথা নিচু করে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বললো , "আমি জানিনা আমি কি করছি , বা আদেও ঠিক করছি কিনা। তবে বিশ্বাস কর আমি শুধু সমীরকে ভালো করার জন্য চেষ্টা করে যাচ্ছি। "
কথা গুলো সে সুচরিতাকে বলছিলো কিন্তু বোঝাচ্ছিলো যেন নিজের মনকেই। সুচরিতা অনুর হাতে হাত রেখে ওকে সান্ত্বনা দিয়ে বললো , "আমি জানি রিমস্ , তুই এসব শুধু সমীরের জন্য করছিস। কিন্তু বেব্ , সমীরকে এখন সেটা বললে সমীর সেটা বুঝবেনা , ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। "
- "তাহলে এখন কি করবো ?"
- "সেটাই কর যেটা ডক্টর রাজীব রায় তোকে করতে বলছে। "
- "তুই বুঝতে পারছিস না , আমার ভালো লাগছেনা এসব করতে। দেখ আল্টিমেটলি সমীরকে জেলাস ফীল করানো নিয়ে কথা তো , ওকে কিছুটা হলেও ওর অদ্ভুত ফ্যান্টাসির ঝলক দেখানো নিয়ে কথা...... সেটা তো একবারে ডাইরেক্ট ওর সামনে করলেই হয়। তার জন্য এতো রিহার্সালের কি দরকার বল ? আর কি গ্যারান্টি আছে যে পরে ডাক্তার রায় এই রিহার্সালের কথা সমীরকে বলবে না ? তখন যদি সমীর আমাকে অবিশ্বাস করে , ভাবে আমি ডক্টর রায়ের সাথে হয়তো অনেক কিছুই করে ফেলেছি ! "
"হুমঃ .....", কিছুটা ভেবে সুচরিতা বললো , " দেখ তুই এইসবে বেশ আনকোড়া আছিস। তাই একেবারে সমীরের সামনে তুই রাজীব বা অন্য কাউকে কিস করতে পারবি না, তা তুই যতই কনফিডেন্ট হোসনা কেনো। তার জন্য তোর রিহার্সালের দরকার রে। সো, একটা উপায় আছে এর ......"
- "কি , বল ......"
- "যদি তোকে রিহার্সাল করতেই হয়ে, তাহলে তুই অন্য কারোর সাথে রিহার্সাল কর, যাকে রাজীব বা সমীর কেউই চেনে না , এমন কেউ ! কি বলিস ?"
"তুই আমাকে কি ভাবিস সুচি ? আমি চরিত্রহীনা ? আমার কোনো মান সম্মান কিচ্ছু নেই ? আমি যাকে তাকে নিয়ে এসব করে বেড়াবো ? অলরেডি আমি অনুশোচনায় দগ্ধ হয়ে মরছি রাজীবের সাথে ওসব হওয়ার পর আর তুই আমাকে উস্কাচ্ছিস আরো একজনের সাথে এসব করতে ? তোর কাছে আসাই আমার ভুল হয়েছে। থাক, তোকে আর কোনো অ্যাডভাইস দিতে হবেনা। আমি এক্ষুনি গিয়ে সমীরকে সব কথা বলে দেবো , তারপর যা হবার দেখা যাবে। অন্তত নিজের অন্তরাত্মার কাছে তো পরিষ্কার থাকবো আমি ", এই বলে রেগে মেগে অনুরিমা চেয়ার ছেড়ে উঠতে যাচ্ছিলো, সঙ্গে সঙ্গে সুচরিতা তাকে ধরে আবার বসালো।
বসিয়ে জলের গ্লাসটা এগিয়ে দিয়ে বললো , "দেখ রিমা , তুই আজকাল অল্পতেই বেশি হাইপার হয়ে যাচ্ছিস। আমি বুঝতে পারছি তোর জীবনে এখন কি ঝড় বয়ে চলেছে , তবুও আমি বলবো, না আমি , না রাজীব , কেউ তোর খারাপ চাইনা। রাজীবের কথা না হয় ছেড়ে দে , ও একজন প্রফেশনাল সেক্সওলজিস্ট, ও হয়তো এটাকে জাস্ট একটা কেস স্টাডি হিসেবে দেখছে। কিন্তু আমি তো তোর বন্ধু , দা বেস্ট ফ্রেন্ড। আমার উপর তো তুই চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারিস।.... তোর যদি মনে হয় , রাজীব তোদের মধ্যেকার ব্যাপার ট্রিটমেন্টের খাতিরেই হোক সমীরকে পরবর্তীতে বলতে পারে, তাহলে তোকে রাজীবের সাথে কিছু করতে হবেনা। বাট একটা ব্যাপারে আমি ডক্টর রাজীব রায়ের সাথে একমত , দ্যাট ইউ নিড সাম প্রিপারেশন অর্ রিহার্সাল। নাহলে তুই কোনোভাবেই সমীরের সামনে ওর ফ্যান্টাসির ডেমো দেখাতে পারবি না। আমি তোকে চিনি সুইটহার্ট। তাই সম্ভব হলে ফাইন্ড সাম আনাদার গাই। যার সাথে লুকিয়ে হলেও ওয়ান টাইম বা টু টাইম হুক আপ করে নিজেকে প্রিপেয়ার্ড করতে পারিস। তাহলে সেটা সবার অগোচরে হবে সো ইট উইল রিমেইন সিক্রেট। রাজীবের কি , রাজীব ইস আ প্রফেশনাল ডক্টর। ওকে তুই যখন বলবি তখনই সমীরের ডেমো ক্লাস অ্যারেঞ্জ করে দেবে। কিন্তু তুই যদি প্রথমবারে সমীরের সামনে পারফর্ম করতে ভুল করিস , তাহলে সবটা ঘেটে ঘ হয়ে যাবে। তারপর আর কিছু করার থাকবে না। তাই কনসাল্টেড ডক্টরের সাথে রিহার্স করতে হেসিটেট হলে , অন্য কাউকে খুঁজে নে , যে এই ব্যাপারটা গোপন রাখতে পারবে , লাইক সাম জিগোলো। "
- "জিগোলো ? সেটা আবার কি ?"
- "তুই জিগোলো মানে জানিস না ?? ওহঃ মাই গড !! ইউ আর সাচ্ আ নাইভ পার্সন অনু। জিগোলো মানে হলো মেল প্রস্টিটিউট , পুরুষ দেহব্যবসায়ী। তাদের সার্ভিসে প্রাইভেসী ও গোপনীয়তা দুটোই থাকে। তুই চাইলে ওটা অ্যাভেইল করতে পারিস নিজের রিহার্সালের জন্য। নাহলে যদি তোর অন্য কোনো বিশ্বস্ত জানা শোনা পুরুষ থেকে থাকে তুই তাকেও ট্রাই করতে পারিস। ইট'স্ আপ টু ইউ।"
![[Image: 357696830-1063211545047173-4443341934802003350-n.jpg]](https://i.ibb.co/WgXm7bV/357696830-1063211545047173-4443341934802003350-n.jpg)
![[Image: 342967918-776902200759493-584843767842447127-n.jpg]](https://i.ibb.co/S7LwDg0/342967918-776902200759493-584843767842447127-n.jpg)
অনুরিমা চুপ করে রইলো। আর একটাও কথা ব্যয় করলো না সে। অনুরিমাকে চুপ করে থাকতে দেখে সুচরিতা আর কোনো কথা বাড়ালো না। ও শুধু বললো, "চল এবার আমি উঠি। আমার শোয়ের টাইম হয়ে যাচ্ছে। আজকে বাইরে থেকে ফ্যাকাল্টি আসবে এক্সহিবিশনে। তোকে নিয়ে গেলে ভালো হতো কিন্তু আমি যেহেতু ওদেরকে ওয়েলকাম করছি তাই তোর সাথে বেশি থাকতে পারবো না। তুই তখন ওখানে একা একা বোড় হবি। তাই মন চাইলেও তোকে যেতে বলতে পারছিনা রে। "
- "না না , ইট'স্ ওকে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আমারও যাওয়ার সেরকম ইচ্ছে নেই ......"
বলতে বলতে আদিত্য সেখানে এসে হাজির , সুচরিতার এক্স হাসব্যান্ড। আসলে অনুরিমা ও সুচরিতা নন্দন চত্বরে দেখা করেছিলো। সেইখান থেকে সুচরিতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টস্ এ যাওয়ার কথা ছিলো। আদিত্যও একটু আধটু থিয়েটার করে। সেখান থেকেই সেই সূত্র ধরেই তো সুচরিতার সাথে ওর আলাপ তারপর বন্ধুত্ব, তারপর বিয়ে আর তারপর ডিভোর্স , একটা কমপ্লিট সাইকেল পূর্ণ হয়েছিল শিল্পকলার হাত ধরে। যাই হোক , আদিত্যও সেখানে আর্ট রিলেটেড কোনো কাজে এসেছিলো। তাই হঠাৎ দেখা।
আদিত্যকে দেখা মাত্রই সুচরিতা অনুরিমার কথাকে থামিয়ে বলে উঠলো, "আরে আদি , ওয়াট আ প্লেজেন্ট সারপ্রাইস !"
![[Image: 369653806-282108247884392-6115856105388203529-n.jpg]](https://i.ibb.co/873H0kw/369653806-282108247884392-6115856105388203529-n.jpg)
আদিত্য বললো সে নন্দনে একটা কাজে এসেছিলো। সুচরিতা তখন আদিত্যকে তার সাথে যেতে বললো , আদিত্য বললো সে আর এখন যেতে চাইছেনা। সুচরিতাও বেশি জোর করলো না। বাকি বিষয় নিয়ে সুচরিতা ও আদিত্যর কথোপকথনের মধ্যে হঠাৎ আদিত্যর নজর গিয়ে পড়লো অনুরিমার উপর। অনুরিমাকে দেখে তার মনটা কেন জানিনা ধুকপুক ধুকপুক করতে লাগলো। সে অনুরিমাকে কিছু বলতে যাবে তার আগে সুচরিতা আদিত্যকে একটা রিকোয়েস্ট করে বসলো। সুচরিতা বললো আদিত্য যখন ফিরেই যাচ্ছে তাহলে সে অনুরিমাকেও তার বাড়ির কাছাকাছি ড্রপ করে দিয়ে আসুক। অনুরিমা সুচরিতার আদিত্যকে করা এমন আবদারে একটু হকচকিয়ে গেলো, সে বলতে লাগলো যে সে একাই যেতে পারবে , কাউকে ড্রপ করতে হবেনা তাকে। কিন্তু সুচরিতা বললো আকাশে মেঘ করে এসেছে , যখন তখন বৃষ্টি নামতে পারে। বাড়ি ফেরা মুশকিল হয়ে যাবে তখন। কলকাতার পাবলিক ট্রান্সপোর্টের কোনো মা বাপ্ নেই , বৃষ্টি-বাদলের দিন কখন ঝুলিয়ে দ্যায় তার নেই ঠিক। তার চেয়ে বরং সে আদিত্যর গাড়িতে বেড়িয়ে যাক।
"প্রাক্তন স্ত্রী হিসেবে আমার বন্ধুর জন্য এইটুকু আবদার আমি করতেই পারি আদিত্যর কাছে , কি আদি ঠিক তো ? ", মজা করে বললো সুচি।
"অ্যাব্সলুটলি ইয়েস ম্যাম। জো আপকি হুকুম ", এই বলে মাথা নিচু করে নিজের আনুগত্যতা প্রকাশ করলো আদিত্য দুই নারীর সামনে। সঙ্গে সঙ্গে ছোট্ট একটা হাসির রোল উঠলো তিনজনের মধ্যে। অনেকক্ষণ পর অনুরিমার মুখে হাসি ফুটেছিলো। তাই আর সে বেশি মানা করলো না। সুচরিতার কথা শুনে সে রাজি হয়েগেলো আদিত্যর গাড়িতে ফিরতে। সেইমতো সুচরিতা দুজনকে "বাই" বলে নিজের কাজে বেড়িয়ে গেলো। রইলো সেখানে তখন দুজন , একজন অনুরিমা ও অপরজন আদিত্য সেনগুপ্ত। .........