04-09-2023, 09:56 AM
তুমি শুরুতেই বলে দিয়েছো যে, ওই চরিত্রগুলো আর ফিরে আসবেনা ভবিষ্যতে। তোমার কথার সূত্র ধরেই বলি, এটা itself একটা আলাদা দারুন ছোটগল্প হতে পারতো। মেনস্ট্রিমের যত উপন্যাস লেখা হয়, তার বেশিরভাগই তো প্রেম-ভালোবাসা, পরকীয়া এবং ব্যভিচার নিয়ে লেখা! সেই হিসেবে বলতে পারি, তোমার লেখনী কোনো অংশে সেইসব প্রথম সারির লেখকদের থেকে কম নয়। দুটি চরিত্রের মধ্যে ভুল বোঝাবুঝি, সেখান থেকে রাগ, অভিমান। তারপর দুটি চরিত্রের মধ্যে প্রেম ভালবাসা, এগুলো এত সুন্দরভাবে ফুটিয়ে তোলো, ঠিক যেন মনে হয় সিনেমা দেখছি। এছাড়া সংলাপগুলো তো দুর্দান্ত, বিশেষ করে কবিতাটা। তবে কথায় কথায় গল্পের male protagonist এর জায়গায় অন্য ধর্মের লোক নিয়ে আসাটা বন্ধ করো এবার ভাই। ভালো লাগে না সব সময়। যাই হোক, সেই অর্থে মারাত্মক যৌনতায় ভরা পর্ব না হলেও, আমার মন্দ লাগেনি পর্বটা।