03-09-2023, 09:30 PM
এই অ্যাড অন বা বলা উচিত পাবলিক ডিমান্ডে লেখা পর্বটা বেশ লাগলো। হ্যা এতে হয়তো সেই পরিমানে যৌন উত্তেজক মাল মশলা ছিলোনা। আর সেটাই লেখক চেয়েছিলেন। অবৈধ সম্পর্ক মানেই লোভে পড়ে সংসার ভুলে চূড়ান্ত ফুর্তি করাই শুধুই বোঝায় না। অবৈধ সম্পর্কেও ভালোবাসা থাকতে পারে। যেখানে শরীরী খেলা প্রেমের চূড়ান্ত রূপ হিসেবে প্রকাশ পায়। যদিও পম্পা ও হুমায়ুনের ব্যাপারটা ঠিক না ভুল সেটা যার যার ওপর। যে যা ইচ্ছে ভেবে নিতে পারে।
একটা সময় পর্যন্ত অমিতের জন্য একটু হলেও খারাপ লাগছিলো। মনে হচ্ছিলো রাগারাগি না করে ঠান্ডা মাথায় ভালোবাসা দিয়ে বৌকে নিজের সাথে জড়িয়ে রাখলে আর ঘরে পরপুরুষ আসার সুযোগই পেতোনা। স্ত্রীয়ের স্বামী হিসেবে অধিকার ফলানোর থেকেও একজন কাছের মানুষ হতে পারলে তার শারীরিক দুর্বলতা থাকা সত্ত্বেও অপর পুরুষ প্রতি আকর্ষণ ও লিপ্ত হবার আগের স্ত্রী হাজার বার ভাবতো। স্ত্রী যদি সত্যিই চারিত্রিক দিক থেকে ক্ষুদার্থ কামিনী না হন তাহলে ব্যাভিচার হবার চান্স থাকেনা এসব ক্ষেত্রে। একগাদা ভালোবাসা নিয়ে বেঁচে থাকা যায়। থেকেও তো অনেকেই।
কিন্তু শেষের অংশ পড়ে অমিত বাবুর প্রতি আর কোনো অনুভূতি বাকি নেই। যে কাছের মানুষকে সম্মান দিতে জানেনা, সে আর কি পুরুষত্ব ফলায়? হুমায়ুনরা আয়না হয়ে এসে দাঁড়ায় তাদের সামনে।
দারুন পর্ব ❤
একটা সময় পর্যন্ত অমিতের জন্য একটু হলেও খারাপ লাগছিলো। মনে হচ্ছিলো রাগারাগি না করে ঠান্ডা মাথায় ভালোবাসা দিয়ে বৌকে নিজের সাথে জড়িয়ে রাখলে আর ঘরে পরপুরুষ আসার সুযোগই পেতোনা। স্ত্রীয়ের স্বামী হিসেবে অধিকার ফলানোর থেকেও একজন কাছের মানুষ হতে পারলে তার শারীরিক দুর্বলতা থাকা সত্ত্বেও অপর পুরুষ প্রতি আকর্ষণ ও লিপ্ত হবার আগের স্ত্রী হাজার বার ভাবতো। স্ত্রী যদি সত্যিই চারিত্রিক দিক থেকে ক্ষুদার্থ কামিনী না হন তাহলে ব্যাভিচার হবার চান্স থাকেনা এসব ক্ষেত্রে। একগাদা ভালোবাসা নিয়ে বেঁচে থাকা যায়। থেকেও তো অনেকেই।
কিন্তু শেষের অংশ পড়ে অমিত বাবুর প্রতি আর কোনো অনুভূতি বাকি নেই। যে কাছের মানুষকে সম্মান দিতে জানেনা, সে আর কি পুরুষত্ব ফলায়? হুমায়ুনরা আয়না হয়ে এসে দাঁড়ায় তাদের সামনে।
দারুন পর্ব ❤