03-09-2023, 08:58 PM
যে আশঙ্কা করা হচ্ছিলো সেটাই হলো। কি আর করা।
মোমোর বয়স অতিরিক্ত বেশি জানার পর থেকেই কেমন যেন দোটানার ভেতরে পরে গিয়েছিলাম, কেমন যেন মনে হচ্ছিলো মোমো সুখ কে ছেড়ে দিলেই ভালো কিন্তু তৎক্ষণাৎই আবার মনে হচ্ছিলো যে না ছাড়লে ভালো হবেনা কারণ এই মোমো/দীপশিখাই সুখ কে দেখিয়েছে আলো। আমার বিশ্বাস পাঠকদের অবস্থাও একই রকম দোটানায় ছিল এই মোমো সুখের ব্যাপারটা নিয়ে। যাহোক চলেই গেলো সে সকলের অগোচরে। এখন না জানি সুখের অবস্থা আবার কি হয় আর পাঞ্চালি সত্যটা জানার পরই বা কি করে!
মোমোর বয়স অতিরিক্ত বেশি জানার পর থেকেই কেমন যেন দোটানার ভেতরে পরে গিয়েছিলাম, কেমন যেন মনে হচ্ছিলো মোমো সুখ কে ছেড়ে দিলেই ভালো কিন্তু তৎক্ষণাৎই আবার মনে হচ্ছিলো যে না ছাড়লে ভালো হবেনা কারণ এই মোমো/দীপশিখাই সুখ কে দেখিয়েছে আলো। আমার বিশ্বাস পাঠকদের অবস্থাও একই রকম দোটানায় ছিল এই মোমো সুখের ব্যাপারটা নিয়ে। যাহোক চলেই গেলো সে সকলের অগোচরে। এখন না জানি সুখের অবস্থা আবার কি হয় আর পাঞ্চালি সত্যটা জানার পরই বা কি করে!