03-09-2023, 07:15 PM
(03-09-2023, 06:09 PM)Manali Basu Wrote: আপনাদের এতো ভালোবাসা পেয়ে আমি সত্যি খুব আপ্লুত। রেপুটেশন দেওয়ার সংখ্যা এই ফোরামে সীমিত তাই একবারে সকলকে রেপু দিতে পারিনা। কিন্তু আমার সকল পাঠকগণের প্রতি আমার ভালোবাসা হলো অবিরাম , চিরকাল। কেউ কি বলতে পারবে এক দিনে একজন কতোটা রেপুটেশন দিতে পারে ?
একদিনে (২৪ ঘন্টায়) একজন শুধুমাত্র পাঁচবার repu দিতে পারে, তারপর quota exhaust হয়ে যায়. তারমধ্যেও একটু একটা শর্ত রয়েছে. ধরো, তোমার এই post-টা আমার এতোই ভালো লেগেছে যে আমার একদিনের বরাদ্দ পাঁচটি repu-ই তোমাকে দিয়ে দিতে ইচ্ছে করলো, তাই আমি তোমার ওই post-টিতে পাঁচবার reputation দাগিয়ে দিলাম. কিন্তু তাতে তুমি কিন্তু একটি repu-ই পাবে, কিন্তু আমার চারটি repu বেকার হয়ে যাবে, কেননা একজন user-এর কোনো একটি post-এ প্রথম repu-টিই count করা হয়ে থাকে, বাকীগুলো writer-এর account-এ credit হয় না.
উদাহরণস্বরূপ, তোমার post-এ আমি repu দেওয়ার আগে তোমার repu ছিলো 500. তোমার post আমার ভালো লেগেছে. আমি আজকে এসে পাঁচবার তোমার post-এ repu দিলাম. তোমার repu গিয়ে দাঁড়াবে 501, সেটা 505 হবে না পাঁচটি দেওয়ার পরেও. আমার আজকের quota শেষ. কাল আবার এসে আবার পাঁচবার repu দিলাম. যেহেতু আমি তোমার এই post-টিতে একবার repu দিয়ে দিয়েছি আর নতুন করে কোনো repu আমার তরফ থেকে তোমার account-এ count করা হবে না. কিন্তু আমার কালকের quota-ও শেষ.
তাই নিয়ম হচ্ছে -
1. প্রত্যেকের প্রতিদিনের বরাদ্দ 5.
2. কেউ নিজেকে repu দিতে পারবে না.
3. কোনো একটি post-এ একজনের একটি repu-ই count করা হবে.