02-09-2023, 09:58 AM
(01-09-2023, 07:20 PM)Bumba_1 Wrote: বহু বছর আগেকার অতীত। এমন কিছু অদ্ভুত স্মৃতি জড়িয়ে রয়েছে, যা বুভুক্ষু হায়নার মত ঘুরে বেড়ায় সর্বত্র। বাতাসে মিশে থাকে অদৃশ্য হয়ে সকলের দৃষ্টির অগোচরে। সেই অতীতেরও মাঝে মাঝে ইচ্ছে হয় পুরনো ঘটনাগুলো ঝালিয়ে নিতে, যা সে ফেলে এসেছে দূরে .. বহু দূরে। তারও ইচ্ছে হয় রাত জেগে অতীতের সুখস্মৃতি হাতড়ে বেড়াতে। তারও ইচ্ছে হয় ভেতর ভেতর উত্তেজিত হতে, সেই ঘটনাবহুল দিনগুলি মনে করে। কিছু স্মৃতি তারও পুষতে ইচ্ছে মনের গভীরে। কিছু স্মৃতি এই কোমল হৃদয় ক্ষতবিক্ষত করে দিলেও, সে কবর রচনা করে তার একান্ত নিজস্ব অন্ধ অতীতের।
বাকিটা জানতে হলে পড়তে হবে অন্ধ অতীতসিরিজঃ- নন্দনা NOT OUT
৩ তারিখ অর্থাৎ রবিবার রাতে একটা নয়, দু'টো নয়, তিনটেও নয়, একসঙ্গে চার চারটি আপডেট সম্বলিত নতুন অধ্যায়ের প্রথম পর্ব আসছি। সঙ্গে থাকুন এবং অবশ্যই পড়তে থাকুন।
I think new character er entry hobe, let's see