01-09-2023, 10:37 PM
(01-09-2023, 08:01 PM)Somnaath Wrote: কিছুই বোঝা গেল না, তবে মনে হচ্ছে এখানে নন্দনার অতীতের কথা বলা হচ্ছে। ১৯ টা বয়ফ্রেন্ড বলে কথা
আচ্ছা, তাই? দেখা যাক, কি হয়।
(01-09-2023, 08:15 PM)Baban Wrote: Sexy lines....
কিছু স্মৃতি কিংবা কিছু অভিজ্ঞতা বয়ে বেড়ানোতে আলাদা মজা আছে। যা আর কেউ জানতে পারেনা, শুধু জানে আয়নার সামনে দাঁড়ানো মানুষটা ছাড়া। থাক না সেসব তার মধ্যেই। লোকেদের ওতো জানার দরকার কি? সেসবের দাম তারা কোনোদিন দেবে না। তাই নিজেই গভীর রাতে খোলা জানলা দিকে বাইরের তাকিয়ে কিংবা ঘুড়ন্ত পাখাটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ভাবতে থাকো সে সব। পাশে ঘুমিয়ে থাকা বাকি মানুষ গুলো না হয় গভীর ঘুমে ব্যাস্ত থাকুক। জীবনের সেরা সৃষ্টিও যত বড়ো হবে, সেও অনেক কিছু স্মৃতির অভিজ্ঞতার সম্মুখীন হবে। সেও কাউকে জানাবে না। ওসব জানাতে নেই।
না না, আমি কাউকে জানাচ্ছি না। অতীত নিজেই তার স্মৃতি রোমন্থন করছে।
(01-09-2023, 08:16 PM)Dushtuchele567 Wrote: Waiting dada