01-09-2023, 08:15 PM
(01-09-2023, 07:20 PM)Bumba_1 Wrote: বহু বছর আগেকার অতীত। এমন কিছু অদ্ভুত স্মৃতি জড়িয়ে রয়েছে, যা বুভুক্ষু হায়নার মত ঘুরে বেড়ায় সর্বত্র। বাতাসে মিশে থাকে অদৃশ্য হয়ে সকলের দৃষ্টির অগোচরে। সেই অতীতেরও মাঝে মাঝে ইচ্ছে হয় পুরনো ঘটনাগুলো ঝালিয়ে নিতে, যা সে ফেলে এসেছে দূরে .. বহু দূরে। তারও ইচ্ছে হয় রাত জেগে অতীতের সুখস্মৃতি হাতড়ে বেড়াতে। তারও ইচ্ছে হয় ভেতর ভেতর উত্তেজিত হতে, সেই ঘটনাবহুল দিনগুলি মনে করে। কিছু স্মৃতি তারও পুষতে ইচ্ছে মনের গভীরে। কিছু স্মৃতি এই কোমল হৃদয় ক্ষতবিক্ষত করে দিলেও, সে কবর রচনা করে তার একান্ত নিজস্ব অন্ধ অতীতের।Sexy lines....
কিছু স্মৃতি কিংবা কিছু অভিজ্ঞতা বয়ে বেড়ানোতে আলাদা মজা আছে। যা আর কেউ জানতে পারেনা, শুধু জানে আয়নার সামনে দাঁড়ানো মানুষটা ছাড়া। থাক না সেসব তার মধ্যেই। লোকেদের ওতো জানার দরকার কি? সেসবের দাম তারা কোনোদিন দেবে না। তাই নিজেই গভীর রাতে খোলা জানলা দিকে বাইরের তাকিয়ে কিংবা ঘুড়ন্ত পাখাটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ভাবতে থাকো সে সব। পাশে ঘুমিয়ে থাকা বাকি মানুষ গুলো না হয় গভীর ঘুমে ব্যাস্ত থাকুক। জীবনের সেরা সৃষ্টিও যত বড়ো হবে, সেও অনেক কিছু স্মৃতির অভিজ্ঞতার সম্মুখীন হবে। সেও কাউকে জানাবে না। ওসব জানাতে নেই।