01-09-2023, 07:27 PM
(31-08-2023, 09:16 PM)Amidevil Wrote: অনেক অনেক প্রিয় লেখক আপনি , আপনার গল্প গুলো পড়তে আমার খুব ভালো লাগে, আপনার লেখনী তে এই যে একটি মানসিক বন্ধন থাকে তার উপর ভিত্তি করে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে এটাই আপনার ইউএসপি। আপনি যে আপনার অভিমান দূর করে আবার এই ফোরামে ফিরে এসেছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নিয়মিত আপডেট দেবেন আপনার গল্পের আপডেট এর জন অপেক্ষা তে থাকবো , আশা করি নিরাশ করবেন না।
প্রথমত অনেক ধন্যবাদ আপনাকে , এতো সুন্দর ও বিস্তারিত কমেন্ট করার জন্য। আরো বেশি করে ধন্যবাদ আপনাকে , আমার লেখনীর ধরণ সঠিক ভাবে বোঝার জন্য। আমার সকল পাঠকগণ এই গল্পের আপডেটের অপেক্ষায় বসে আছেন , তা আমি জানি। কিন্তু কিছু ব্যক্তিগত কারণে আমি এখনও পর্যন্ত আপডেট দিয়ে উঠতে পারিনি। আমার স্বামী জানেন না যে আমি একজন ইরোটিক লেখিকা। আমি তাই গোপনেই গল্প লিখি ও লিখতে সাচ্ছন্দ বোধ করি। তাই আশা করি আমার ব্যাপারটা আপনারা সকলে একটু বুঝবেন। আপনাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা স্বল্প দৈর্ঘ্যের (১০০০ শব্দের মধ্যে) নিয়মিত আপডেট চান নাকি বড়ো আপডেট (প্রায় ১৫০০ শব্দের বেশি) সাপ্তাহিক ভাবে চান ?? কোনটা হলে ভালো হয় আপনাদের ? লিখে জানাবেন। ফের একবার ধন্যবাদ আমার সকল পাঠকগণ দের। সবাইকে লাইক এন্ড রেপু দেওয়ার চেষ্টা করবো।