01-09-2023, 04:09 PM
(This post was last modified: 01-09-2023, 04:14 PM by Sanjay Sen. Edited 1 time in total. Edited 1 time in total.)
(01-09-2023, 02:09 PM)Bumba_1 Wrote:
আমার এরোটিকা থ্রেডগুলোর মধ্যে কোনোটা ২ লক্ষ ভিউজ অতিক্রম করতে চললো, কোনোটা ৩ লক্ষ ভিউজ অতিক্রম করতে চললো, কোনোটা ৪ লক্ষ ভিউজ অতিক্রম করতে চললো, আবার কোনোটা ৫ লক্ষ ভিউজ অতিক্রম করতে চললো। কিন্তু এসব নিয়ে আমি কোনোদিনই আদিখ্যেতা বা হ্যাংলামো করিনি। কারণ, প্রথমতঃ ওগুলো আমার কাছে স্বাভাবিক। আমি যৌন রসাত্মক গল্প লিখছি, আর লোকজন সেটা পড়বে না, এটা হতেই পারে না। আর দ্বিতীয়তঃ গল্পগুলো আমি নিজেকে আনন্দ দেওয়ার জন্য বা নিজের মনের পুষ্টির জন্য লিখিনা/লিখিনি কোনোদিন। কিন্তু এই সৃষ্টি থ্রেডটা আমার কাছে ভীষণ স্পেশাল। এই থ্রেড যখন খুলেছিলাম, তখন শুধুমাত্র নিজের জন্যই খুলেছিলাম। নিজের ভালোলাগার বিষয়, কিছু পুরনো স্মৃতি, কিছু গল্প, কিছু কবিতা, কিছু অঙ্কন, এমনকি নাটক পর্যন্ত লিখেছি এখানে। সব থেকে বড় কথা কিশোর সাহিত্যের উপর বেশ কিছু গল্প এবং কবিতা আছে আমার এখানে। এইরকম একটা out & out এডাল্ট সাইটে এই থ্রেড যে কয়েকদিনের মধ্যেই হারিয়ে যাবে, সেটাই ভেবেছিলাম। আজ সে এক লক্ষ ভিউজ অতিক্রম করেছে। আমি মন থেকে খুশি হয়েছি এবং এটা বুঝতে পেরেছি .. বড়দের হোক কিংবা বাচ্চাদের, লেখা ভালো হলে লোকে তা পড়বেই।
(01-09-2023, 02:53 PM)Baban Wrote:
এই থ্রেডের সাফল্যে আমি দারুন খুশি। ♥️
সেই প্রথম সাহস করে এমন জায়গায় ছোটদের জন্য গল্প লিখেছিলাম। অচেনা অতিথি বলে। জানিনা কেন কিন্তু লিখেছিলাম। দেখলাম পাঠক কিন্তু সেটাও পড়লো। হয়তো আমি কি এমন আলাদা সৃষ্টি করেছি সেটা জানতে। কামউত্তেজক গপ্পের বাইরেও কি এমন লিখেছে সেটা দেখতে। তারপর থেকে বন্ধু, ভূমি, দূরত্ব, ও খোকন, কাগজের নৌকা, তুমি আছো এতো কাছে তাই (যেটা তোমার সবচেয়ে ভালো লেগেছিলো) আরও এসব লেখার পাগলামি শুরু।
তারপরে এলে একদিন তুমিও। একঝাঁক দুর্দান্ত সব গল্পের ঝুলি নিয়ে। যার কিছু তোমার ছোটবেলার, কিছু মনের কথার আর কিছু সমাজকে আয়না দেখাতে। এমন কি নাটক পর্যন্ত। তোমার এই থ্রেডও পাঠকের মন কাড়তে সফল হলো। একের পর এক নানান সব দারুন লেখা। এ বলে আমায় দেখ তো ও বলে আমি কম নাকি? পড়তে পড়তে ডুবে যেতে হয়। প্রত্যেকটা সৃষ্টি অনবদ্য ♥️
আমার জানা নেই আমি আর তুমি ছাড়া এই পাগলামি আর কেউ করেছে কিনা। এখানে কিনা ছোটদের গপ্পো লিখছি। তবে এমন পাগলামির জন্য আমরা গর্বিত
তখন আমার মনে হয়েছিল এগুলোকে নন ইরোটিক না বলে আলাদা নাম দিলে কেমন হয়? সারিটকে রিকোয়েস্ট করে তখন নতুন কয়েকটা প্রেফিক্স যোগ করাতে বললাম। কারণ এগুলো আমাদের নিজেদের কাছে সবচেয়ে আগে স্পেশাল।
এটার নাম দিলাম রাইটার্স স্পেশাল। সারিট এরও পছন্দ হলো নামটা। সবই তো তোমার জানা। আজ এতদিন পরেও যখন আমি দেখি সত্যি এই স্পেশাল লেখা গুলো নিজের দাম পেলো , এতো এতো ভালোবাসা পেলো ও পাচ্ছে তখন মনে হলো গসিপির জন্য, পাঠকদের জন্য কিছুতো করতে পেরেছি। ওটাই অনেক।
একদমই ঠিক বলেছো। পানু গল্প অনেক আসতে থাকবে। এটা তো তারই সাইট। কিন্তু তার মাঝেও আমাদের মতো কিছু পাগলা যেন পাগলামি চালিয়ে যায়। আসতে থাকুক তোমার আরও সব সৃষ্টি। যা ভিন্ন হয়েও এক আর এক হয়েও কত ভিন্ন। লিখতে থাকো আরও আরও সব স্পেশাল গল্প। সৃষ্টিতে ভোরে উঠুক এই থ্রেড ❤
অনেক অনেক অভিনন্দন।
(01-09-2023, 03:45 PM)Bumba_1 Wrote:
একদমই তাই, আর তুমি তোমার লেখা যে গল্পগুলোর কথা বললে সেগুলো তো এক একটা রত্ন! আমি বরাবরই ভীষণ স্বচ্ছ মনের মানুষ। আমার যা মনে, সেটাই বাইরে। তাই এই কথা নির্দ্বিধায় বলতে পারি .. তোমার ওই গল্পগুলোকে দেখেই এইরকম একটা এডাল্ট সাইটে সৃষ্টি থ্রেডটা আনার সাহস পেয়েছিলাম। ভেবেছিলাম বাবানের মতো অত ভালো না হোক, খারাপ করেই না হয় লিখবো আমার মনে যা আসে তাই।
(01-09-2023, 04:03 PM)Baban Wrote:
তাহলে তো বলতে হয় ওগুলো এখানে লিখে আমি ভুল কিছু করিনি। নইলে তোমার এসব সাংঘাতিক লেখা অজানাই থেকে যেত আমাদের কাছে। ছোট্ট বুম্বাকেও জানা যেত না আর তার এডভেঞ্চার গুলোও রহস্য থেকে যেত। হনুমনের লাফালাফি থেকে সংগীতের প্রতি তার ভালোবাসা ও পরিবারের তার প্রতি ত্যাগ ও অবশ্যই ভালোবাসা কতটা তা বড়ো বুম্বার বুকেই থেকে যেত।
আর এ গুলো যদি খারাপ করে লেখা হয়, আমিও এমন খারাপ গল্পরই অপেক্ষায় থাকবো। নাই বা বাড়ালাম নিজের গল্প পড়ার কোয়ালিটি লেভেল। এই অনেক। ওসব সহ্য হবেনা।
অনেক ধন্যবাদ ওগুলো পড়ে মতামত দেবার জন্য। নইলে আর লেখাও হতোনা, আর আমার কিছু কথা যা ছিল মনে.... মনেই রয়ে যেত।
बस करो यार, रुलायेगा क्या तुम दोनों?