01-09-2023, 04:03 PM
(01-09-2023, 03:45 PM)Bumba_1 Wrote:
একদমই তাই, আর তুমি তোমার লেখা যে গল্পগুলোর কথা বললে সেগুলো তো এক একটা রত্ন! আমি বরাবরই ভীষণ স্বচ্ছ মনের মানুষ। আমার যা মনে, সেটাই বাইরে। তাই এই কথা নির্দ্বিধায় বলতে পারি .. তোমার ওই গল্পগুলোকে দেখেই এইরকম একটা এডাল্ট সাইটে সৃষ্টি থ্রেডটা আনার সাহস পেয়েছিলাম। ভেবেছিলাম বাবানের মতো অত ভালো না হোক, খারাপ করেই না হয় লিখবো আমার মনে যা আসে তাই।
তাহলে তো বলতে হয় ওগুলো এখানে লিখে আমি ভুল কিছু করিনি। নইলে তোমার এসব সাংঘাতিক লেখা অজানাই থেকে যেত আমাদের কাছে। ছোট্ট বুম্বাকেও জানা যেত না আর তার এডভেঞ্চার গুলোও রহস্য থেকে যেত। হনুমনের লাফালাফি থেকে সংগীতের প্রতি তার ভালোবাসা ও পরিবারের তার প্রতি ত্যাগ ও অবশ্যই ভালোবাসা কতটা তা বড়ো বুম্বার বুকেই থেকে যেত।
আর এ গুলো যদি খারাপ করে লেখা হয়, আমিও এমন খারাপ গল্পরই অপেক্ষায় থাকবো। নাই বা বাড়ালাম নিজের গল্প পড়ার কোয়ালিটি লেভেল। এই অনেক। ওসব সহ্য হবেনা।
অনেক ধন্যবাদ ওগুলো পড়ে মতামত দেবার জন্য। নইলে আর লেখাও হতোনা, আর আমার কিছু কথা যা ছিল মনে.... মনেই রয়ে যেত।