30-08-2023, 12:47 AM
(This post was last modified: 30-08-2023, 12:49 AM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
(29-08-2023, 10:57 PM)Bumba_1 Wrote:
কোনো বিখ্যাত উপন্যাস বা কাহিনী থেকে ইনস্পিরেশন নিয়ে লেখার বিষয়টা বহুকাল আগে থেকে চলে আসছে। সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের বিন্দিপিসি ('বিন্দিপিসির গোয়েন্দাগিরি') এবং প্রতুলচন্দ্র গুপ্তের সদু ঠাকুমা ('ঠাকুমার গোয়েন্দাগিরি') যে মিস মার্পেলের আদলে গড়ে উঠেছে, এটা কেউ অস্বীকার করতে পারবে? নাকি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ঝিন্দের বন্দী Anthony Hope রচিত The prisoner of Zenda নভেল থেকে অনুপ্রাণিত হয়ে লেখা, এ কথা কেউ অস্বীকার করতে পারবে? লর্ড লিটন ১৮৩৪ সালে দ্য লাস্ট ডেজ অব পম্পেই নামে একটি উপন্যাস লেখেন। এই উপন্যাসের অন্যতম চরিত্র ছিলো একজন অন্ধ ফুল বিক্রয়কারী নারী নিডিয়া। এই চরিত্রটি থেকে অনুপ্রাণিত হয়ে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্টি করেছিলেন তার বিখ্যাত উপন্যাস রজনী। জানো কি এগুলো? আমার ধারণা জানো না। যাই হোক, এরকম হাজার হাজার নিদর্শন রয়েছে। লিখতে গেলে রাত কাবার হয়ে যাবে।
আমি তো সেই তুলনায় এদের নখের যোগ্য তো নয়ই, এদের পায়ের ধুলোও নয়। দশবার জন্ম নিলেও কোনোদিন এদের ত্রিসীমানায় আসতে পারবো না আমি। তাই আমার অনুপ্রাণিত হয়ে লেখার মধ্যে দাঁত ক্যালানোর কিছু নেই। অন্য কোনো উপন্যাস থেকে ভাবনা এবং চরিত্র নিলেও তার মধ্যে তুমি নিজে কতটা নতুনভাবে রূপদান করতে পারছো তোমার নতুন সৃষ্টিতে, এটাই আসল বিষয়।
সহমত। লেখক হিসেবে নিজের মস্তিস্ক প্রসূত আইডিয়া গুলোয় যে একমাত্র মূল্যবান হবে তার কোনো কথা নেই। বাহ্যিক সোর্স থেকে অনুপ্রেরণা নিয়ে যদি সম্পূর্ণ নিজের মতো করে একেবারে নতুন রূপে একটা কাহিনী সৃষ্টি করা যায় তবে সেটাও ততটাই মূল্যবান।
হ্যা হুবহু টুকলিতে নিজস্ব বলে কিছু থাকেনা কিন্তু উপরের বর্ণিত মানুষ গুলো অন্যান্য বই থেকে অনুপ্রাণিত হয়ে নিজেদের গল্প ও চরিত্র সৃষ্টি করেছেন যারা পুরো দস্তুর বাঙালি আর তাদের হাবভাব কথা বার্তা ও চিন্তাধারা পুরো বাঙালিদের মতন। তাইতো মাইক্রফ্ট হোমস হয়ে যান আমাদের সিধু জ্যাঠা।