29-08-2023, 10:48 AM
(This post was last modified: 29-08-2023, 10:50 AM by Sanjay Sen. Edited 1 time in total. Edited 1 time in total.)
(28-08-2023, 07:11 PM)Akash23 Wrote: আর আপনার কী সমস্যা বলুন তো, শনিবারের বারবেলা-রাতবেলা পড়ে থাকতে সোমবার সকালবেলা কে ভূতের গল্প শোনায়! জোকস এ্যপার্ট, গল্পগুলো কিন্তু দারুণ। একটা গাঁয়ে মানে না আপনি মোড়ল গোছের আগ বাড়ানো পরামর্শ দিচ্ছি, বহু জায়গাতে প্রচুর বানান ভুল নজরে আসছে। ভরসা রাখুন, হেডমাস্টার সেজে গল্প পড়ি না নাকের ডগায় চশমা লাগিয়ে, জাস্ট নজরে পড়ে যায় (কী বলব মশাই আমি নিজেও আধ-বাঙ্গালী, লেখাপড়া আর পড়াশোনা সবই হিন্দী মিডিয়াম!!)। আপনি যখন কপি করছেন তখন প্রতিটা গল্প শেষে ছোট্ট করে বন্ধনীতে লিখে দিন, "মূল বানান অপরিবর্তিত।"
থ্রেডের শুরুতেই লিখে দিয়েছি, এখানে যেসব লেখক এবং লেখিকাদের তাদের গল্প আমি পোস্ট করছি, তাদের পারমিশন নিয়েই করছি। সুতরাং ভুল বানানের দায়িত্বটাও গল্পগুলোর লেখক/লেখিকারাই নিক।

ঠিক আছে আপনার কথা মেনে এবার থেকে রাতের বেলায় গল্প দেওয়ার চেষ্টা করব।

(28-08-2023, 08:57 PM)Baban Wrote: সেই চোখটা বেশ লাগলো। একটা ইরোটিক ব্যাপার ছিল গল্পটায়। এটা কিন্তু আরেকটু বড়ো হলে মন্দ হতোনা। মানে ডিটেলে কিছু লাইন আরকি হেহে!
আর কৃতটাও ব্যাপক। জীবন যুদ্ধে জন্ম থেকেই লড়াই শুরু, শুধুই কি তাই? জীবনের জন্য যে দেহটা প্রয়োজন সেই দেহের আবরণের কাছে পৌঁছতেও বহু লড়াই করতে হয় শুক্রকে। তারপরে মেলে দেহ আর শুরু হয় নতুন যুদ্ধ প্রস্তুতি। ক্যানভাস রন করার পালা।
খুব ভালো করে বুঝিয়ে দিলেন
