28-08-2023, 08:57 PM
(28-08-2023, 08:38 PM)Akash23 Wrote: সত্য বলিয়াছ সেলুকাস ইয়ে সোমনাথ। কিছু আধপাগলা লোক নিজে ছাগল জেনেও চাষ করতে গিয়েছিলো, ঘাড়ে হাল জোতা হলে মুখ থেকে যখন হাম্বার বদলে ম্যা ম্যা বেরোল তখন বুঝলো কালি কলম মন এই তিনজন এক হলেই হয় না, হাল টানার দমও থাকতে হয়। তখন নিরূপায় হয়ে লেখা ছেড়ে পাঠক হল তবুও ভালো জমি দেখলে আজও ঠিকঠাক ধান রোযা হয়েছে কি হয়নি বলে ঘাড় নাড়ায়। কী আর করা যাবে, ওসব দেখে তুচ্ছ মনিষ্যি বলে নাক সিঁটকে দেবেন জানেনই তো সংসার হোয়াম অতীব বিচিত্রম।