28-08-2023, 08:40 PM
(28-08-2023, 07:44 PM)Akash23 Wrote: ডাইলগগুলো সেই লেভেলের ছিলো স্যার। ওই গাইদুধ দোয়া। একটা ল্যাক্টেশন আনুন এইবারে যেটা লিখবেন তাতে। এই গল্পটাও ভালো। লাস্টে পরকিয়ার ডিসিশনটা ভালো লাগলো। কুন্তলের কুন্তলে কোনোদিন কুন্তলের অভাব যেন না হয়।
গাই দুধ দোয়ানোর অংশটা ভালো লেগেছে তাহলে
আমার গল্পে ল্যাক্টেশন এসেছে তো। আমার অভিশপ্ত সেই বাড়ি গল্পের একটা পর্বের অংশে সেটা আছে। পুরো একটা গল্প ওই থিমের ওপর তো লেখা যায়না।
আমি জানিনা আপনি আমার অন্যান্য গল্প গুলো পড়েছেন কিনা, যদি না পড়ে থাকেন তাহলে বলবো অভিশপ্ত সেই বাড়ি, পার্ভার্ট, লোভে পাপ, নষ্ট সুখ এগুলো পড়তে পারেন। আশা করি ভালো লাগতেও পারে। ♥️
অনেক ধন্যবাদ।