28-08-2023, 08:04 PM
আপনার বন্দনা পর্বটার শেষটা ভালো লাগলো না। সৈকতের সঙ্গে আপনি ঠিক করলেন না। আর পর্বটা শেষ করে দিয়ে ঠিক করার জায়গাটাও রাখলেন না। উপরন্তু সংসারকেও দিলেন তছনছ করে। একই পরিণতি শিখাকুণ্ডুর সাথেও করেছিলেন। কেন অসতী হয়ে সুখে সংসার করা যায় না নাকি। মানবমন তো কুমোরের একতাল মাটির মতো, পাল্টাতে কতক্ষণ। সব বেলেল্লাপনা বুঝি মেনে নেওয়া যেত না। যেখানে নিব্বাগুলো 12 জনের সাথে মুখ লাগিয়ে এসেও বলে আমার পদস্খলন হয়েছিলো ক্ষমা করে দাও আর করেও দেয় ক্ষমা। বাস্তবে যদি হতে পারে তো গল্পে হতে কি সমস্যা। একবার যে পরিণতি এনেছিলেন সেই পরিণতি আবার আনার কি দরকারই বা ছিলো? মার্ভেলও তো আলাদা পরিণতি দেখাতে হোয়াট ইফ সিরিজ এনে সব এভেঞ্জার্স সিরিজের গল্পকে নতুন ভাবে দেখাচ্ছে। আপনিও পারতেন। মাইন্ড করবেন না কিন্তু ফিউচারে আপনার গল্পে এরকম পর্ব এলে খুব সহজেই যে কেউ প্রেডিক্ট করবে আপনার গল্প কেমন!
পর্বের প্লটটা গতানুগতিক হলেও আপনার লেখার হাত সত্যিই খুব ভালো তাই এনজয় করিনি এটা বলা ভুল হবে। টানটান ভাবে ধরে রেখেছিলেন শেষ অব্দি।
পর্বের প্লটটা গতানুগতিক হলেও আপনার লেখার হাত সত্যিই খুব ভালো তাই এনজয় করিনি এটা বলা ভুল হবে। টানটান ভাবে ধরে রেখেছিলেন শেষ অব্দি।