28-08-2023, 09:06 AM
|| কৃত ||
কলমে :- দীপান্বিতা মিত্র নাথ
বিস্মৃতি বড্ড তীক্ষ্ণ আঘাত হানে। মুহূর্তে সবটা অসাড় হয়ে যায় যেন। অন্তঃসারশূন্য এক অদৃশ্য মায়া গোলকে নিজেকে বন্দী মনে হয় তখন ! যা-র মধ্যে আবদ্ধ থাকতে গিয়ে স্ব-অস্তিত্বের উপর বিরাট সংকটের খাড়া ঝুলতে প্রত্যক্ষ করা যায় ! বড্ড উত্তেজনায় পূর্ন। কিন্তু বোধহীনতা এমন ভাবে গ্রাস করে যে সে মুহূর্তে কোন্ পদক্ষেপ যে সঠিক, সেটাই চিহ্নিত করবার ক্ষমতা থাকে না !
আর এ'খেলা খেলতে হয় ঠিক তখনই। সেই মুহূর্ত থেকেই। যখন পূর্ব সমস্ত কিছু বিলুপ্তির যজ্ঞে আহুতি দেওয়া সম্পূর্ন হয়।
লড়াই-লড়াই, লড়াই চাই ! লড়াই করেই বাঁচা …
এ'টাকে বাঁচা বলে ?
নাকি বেঁচে ওঠার প্রয়াস এ'টা..?
কে জানে ? ভাবনার সময় তো নেই। যদিও ভাবনা যে কী, সেটাই তো জানা নেই ! এখন একটাই লক্ষ্য, এগোতে হবে যে… আশেপাশে প্রতিপক্ষের ভিড় ঠেলে। অগুনতি-অজস্র সে'সব কে পিছনে ফেলে ! মরিয়া প্রয়াসে ছুটছে যে তারাও, একই লক্ষ্যে !
কতটা লড়াই? কত বৃহৎ বা অল্প পথ? শুধুমাত্র এগিয়ে চলাই কি কর্ম?… আর পরিশেষে, যদি এগিয়ে যাওয়া যায় সব চাইতে পূর্বে, তবেই নির্দিষ্ট করে একটা মাথা গোঁজার ঠাঁই হয় ? নচেৎ এই মায়াপথেই ইতির লিখন ?! আর এতটা প্রয়াসের পরও , গ্রহণযোগ্যতা মিলবে কিনা, সন্দেহ রয়ে যায় অধিক মাত্রায়..!
তাও যে ছুটছি সকলে… এ' কোন্ মায়াজালের কারিগরি ?
যাইহোক, নিজস্ব এই স্বল্পমেয়াদী বাসস্থানে পৌঁছে গিয়েও আবারও অপেক্ষা। এবং সে অপেক্ষায় দিন গুনে চলা যে কীসের লক্ষ্যে, তখনও অধরা । তবুও প্রয়াস থামে না ! কী আশ্চর্য্য জাদুকরি !
তারপর, নয়মাস অতিক্রান্ত হতেই, অতল সাগরের নিস্তব্ধতা ভেঙে কয়েক মুহূর্তের অন্তরালে এক মহা রণাঙ্গনে অবতরণ !
সবই মারাত্মক তীব্র যেথায়। ভীষণ প্রগাঢ় ! চোখ মেলে চাওয়াই দূরহ তো বাকি কোনো কিছু নিয়ে ভাবনার অবকাশ কই ?
হঠাৎই এক উজ্জ্বল প্রভায় উদীয়মান এক দিব্য সত্ত্বা, হয়ত ! একদম সম্মুখ্যে এসে কানের গোড়ায় সে জানান দেয় ,
" খেলার মুখ্য চরণে স্বাগত ! তোমার জীবন চক্রের ধাঁধার ছক তৈরি .. চল, তৈরি হও। এ'টিকে গ্রহণ করার থেকে সমাধান করার পন্থা অন্বেষণ, সবটাই যে শুরু করতে হবে !"
" কিন্তু এটা তো একটা ফাঁকা ক্যানভাস ! এখানে করণীয় কীই বা আছে..?!"
" যা চাইবে !, যেমনভাবে চাইবে ! সেটাই করণীয়, একান্ত তোমার করণীয় কর্ম সেটাই..!"
" কিন্তু কীভাবে ? কী জানি আমি ? এ'তো অসম্ভব …!"
" এই তো শুরু করে দিয়েছ… এই অনুসন্ধিৎসা থেকেই পরবর্তী এসে ধরা দেবে ! এগিয়ে যাও…শুভেচ্ছা রইল.."
"কেমন মিটি-মিটি চাইছে দ্যাখ ! এর মধ্যেই হাত-পা ছুড়তে শুরু করে দিল ! এ'খুব শিগগিরই ওলোটপালোট খেল বলে… তারপর তো চোখের পলকে ছুটতে শুরু করবে…"
কে যে বলল জানি না। মানে এখনও চিনি নি তাকে… আশপাশের কাউকেই নয় ! তবে এদের গঠন তো আমারই মত ! শুধু আকারে অনেকটা বড় ! আর অনেক কিছুই করে বেড়াচ্ছে যেগুলো আমি ঠিক কীভাবে যে করে…ধুর অস্থির লাগছে ভাবতে !
তখনই চোখে পড়ল,
সাদা ক্যানভাসের নিচের একদম কোণে কয়েকটা ছোট্ট আঁকিবুঁকি ফুটেছে। যেগুলোর মুখ ঊর্ধ্বে গমন করছে এমন ধারার…
আচ্ছা… তাহলে এই হল সেই মায়জালের আসল কারসাজি । যা-কে কেটেকুটে এঁকেবেঁকে বেরোতে হবে তবেই প্রস্ফুটিত হবে আগামী ?!
বেশ তবে, তাই হোক… আপাতত একটু ঘুমিয়ে নি, অনেকটা পথের ব্যাপারস্যাপার তো…
|| সমাপ্ত ||