23-08-2023, 11:53 AM
(23-08-2023, 07:06 AM)StrangerinParadise Wrote: "বিক্রম" নামটায় আপনার কপিরাইট আছে নাকি? চন্দ্রায়ণে বিক্রম Lander নামটা আপনার পারমিশন নিয়েছিল? আর ডালহৌসিতে কি বাড়ির দালালি করেন? এটা একটা গল্প, গাছে না উঠলেও লেখক তার মতো করে সুন্দর আকর্ষণীয় গল্প পাঠকদের জন্য লিখছেন l আপনাদের ক্যাচালীতে ফোরামটা আজ ভালো লেখকহীন l সিনিয়র লেখক বলে আর কত ছড়ি ঘোড়াবেন?
আপনি যেহেতু আমার গল্প পড়ে কমেন্ট করেছেন তাই আপনার সাথে আমার সম্পর্ক লেখক এবং পাঠকের । আপনি একজন পাঠক হিসেবে একজন লেখকের হয়ে কথা বলছেন এটা আমার কাছে একজন লেখক হয়ে খুব বড় পাওনা ।
কিন্তু যে ব্যক্তির কমেন্টের রিপ্লাই আপনি দিয়েছেন সেই ব্যাক্তির সাথে আমার শুধুমাত্র পাঠক লেখকের সম্পর্ক নেই । ফোরামের বাইরে একমাত্র যে ব্যক্তির সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে সে এই ব্যক্তি । বুম্বাদার বাড়িতে আমি গেছি , খেয়েছি , গল্প করেছি । তাই ওনার হয়ে কিছু না বললে আমি অতি হীন ব্যক্তি রূপে গণ্য হবো । আপনি যদি অন্য যেকোন ব্যক্তির কমেন্টের উপর কিছু লিখতেন এমনকি যদি গালাগালি ও দিতেন তবুও আমি কিছুই বলতাম না । কিন্তু বু্ম্বাদার কথা আলাদা ।
এটা সত্যি যে এই গল্পের নায়কের নাম বুম্বাদার দেওয়া । গল্পের নায়কের নাম নিয়ে খুব কনফিউজড ছিলাম। বিদ্যার বি অনুযায়ী নায়কের নাম বিকাশ বিজয় বিক্রম এই তিনটের মধ্যে একটা রাখার জন্য বুম্বাদাকে জিজ্ঞেস করি । তখন উনি বিক্রম নামটা সাজেস্ট করেন ।
উনি আমার উপর ছড়ি ঘোরাচ্ছেন এটা মিথ্যা। আসলে ওনার জন্যেই , ওনার কথাতেই আমি শত ব্যস্ততা ছেড়ে আবার লিখতে এসেছি । এখানে এসে পুরানো কাউকে না পেলেও একমাত্র বুম্বাদাকে পেয়েছি । তাই ওনার হয়ে তো কথা বলতেই হবে । আর যদি না বলি তাহলে তো আমার লেখাই ছেড়ে দেওয়া উচিত ।
❤️❤️❤️