23-08-2023, 07:47 AM
(22-08-2023, 11:42 AM)কাদের Wrote:লেখক যদিও লেখার সময় আশা করে পাঠক পড়বে তবে খালি পাঠকের জন্য লিখলে কিন্তু লেখা তার প্রাণ আর গতি দুই হারায়। লেখক যদি লিখে আনন্দ পান তাহলে আর কে কি বলল সেই সব অগ্রাহ্য করে লিখে যাওয়া উচিত। এখানে আসা গল্প গুলো অধিকাংশ ঘটনা নির্ভর। আপনি সেখানে ছোট ছোট ঘটনা দিয়ে মনস্তত্ত আর যৌনতা দুইটা নিয়ে আসছেন। দ্রুত গতির গল্পের তুলনায় আপনি কৌশলী হাতে ধীর লয়ে গল্প বলছেন। এটাও একটা এপ্রোচ। হয়ত প্রচলিত গল্প গুলোর বাইরের ট্রাক ফলো করায় অনেকে খেই হারিয়ে ফেলছে। তবে আমার মতে লেখা চালিয়ে যান। অনেক সময় যারা লিখেন তাদের দ্বায়িত্ব পাঠকের রুচি তৈরি করা। তাই আপনি গল্পের যে পরিণতি ভেবে গল্পটা শুরু করেছিলেন সেই দিকে চালিয়ে যান কোন কিছুতে প্রভাবিত না হয়ে। আমি সামান্য পাঠক হিসেবে মতামত দিলাম। বাকিটা আপনার রুচি।
কাদেরজী , আপনার সুচিন্তিত মতামত আর অনন্য দিগনির্দেশনায় আপ্লুত বোধ করছি । মনে রাখবো শুধু নয় , প্রয়াসীও হবো হয়তো অনাগত সময়ে । - সালাম জী ।