21-08-2023, 12:53 PM
(20-08-2023, 05:17 PM)123@321 Wrote: ঐন্দ্রিলা যাবে সুখের খোঁজে
সঙ্গে যাবে কে
পাশের বাড়ির ওই লোকটার
খুব হিসু পেয়েছে
সুখের খোঁজে যা রে তুই
না পেয়ে ভয় লজ্জা
খেলা তো সবে শুরু হয়েছে
তৈরি আছে শয্যা।
ক্যা বাত
অতসীর মতো স্বর্ণ ফুলের যে আমার সামান্য এই গপ্পোটা ভালো লাগছে এটা অনেক বড়ো একটা প্রাপ্তি। পড়তে থাকো। ♥️
যেহেতু শেষ পর্বের ওপর কাজ চলছে তাই সেটাকে গুছিয়ে লেখার জন্য একটু সময় চেয়ে নিচ্ছি। আসলে আকারেও সেটি একটু বড়ো হবে। দুয়ের অধিক পর্ব আসবে। যদিও জানি যৌনতার ভারসাম্য সবার সমান নয়, তবু আশা রাখি মন দিয়ে পড়লে একটু দুষ্টুমি জাগবে পাঠকদের মধ্যেও।