21-08-2023, 09:15 AM
(20-08-2023, 08:58 PM)Somnaath Wrote: আগেরদিনের ওইরকম মন্তব্যের জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এই পর্ব নিয়ে নতুন করে কিছু বলার নেই, সবাই যা বলার বলে দিয়েছে। তবে আগেরদিন যে ব্যাপারে কথাটা বলেছিলাম, সেই ব্যাপারটা নিয়ে এখনো আমার দুশ্চিন্তা যায়নি। বিষয়টা এখনো ওই দিকে যাবে কিনা বুঝতে পারছিনা। তবে আজকের পর্বটা মারাত্মক হয়েছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।
এমন কথা বলো কেনো, যার জন্য পরে ক্ষমা চাইতে হয়? jokes apart তুমি এমন কিছুই বলোনি আর আমিও কিছু মনে করিনি। লেখক আর পাঠকের মধ্যে এইটুকু মান অভিমানের পালা না চললে সেই উপন্যাসের মধ্যে কোনো প্রাণ থাকে না। লেখক একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বারবার লিখে যাচ্ছে আর কিছু পাঠক সব গল্প ছেড়ে শুধু সেই লেখকের গল্প পড়ে "উফফফ, দারুন লিখছেন দাদা" এই ধরনের মন্তব্য করে গেলে, সেই পাঠককে রোবট অথবা ফ্রাঙ্কেনস্টাইন ছাড়া আর কিছু মনে হয় না আমার। আমি চিরকাল নিজেকে ছোট করে এসেছি এবং নিজের উপন্যাসগুলোকে বাকিদের থেকে নিচু দেখিয়ে এসেছি। সেই প্রসঙ্গ টেনেই বলছি .. মন্তব্য না করলেও এই বাংলা ফোরামের শতকরা ৭০% পাঠক আমার গল্পগুলো পড়ে এবং বাথরুমে গিয়ে হ্যান্ডেল মারে নিয়মিত। তা না হলে এত অল্প সময়ে এরকম একটা সস্তার থার্ডক্লাস আদিরসাত্মক উপন্যাসের এত ভিউজ হতে পারে না।
তবে অজাচার বলতে তুমি কি বোঝো, আমি জানিনা। অজাচার মানে কিন্তু শুধু সন্তান আর তার গর্ভধারিনীর মধ্যে যৌন সম্পর্ক নয়। বাকিটা পরের পর্বেই বুঝতে পারবে।
(21-08-2023, 01:49 AM)Gurudev Wrote: একেবারে অনবদ্য । ছক্কা আর ছক্কা , অহ মনের সান্তি । বুম্বা দা জুগ জুগ জিও । এবারের দুধের বর্ণনা দারুন । একই রকম দুধ বর্ণনার চেয়ে এটা মারাত্মক । লাভ ইয়উর রাইটিং
অনেক ধন্যবাদ দাদা