20-08-2023, 04:19 PM
(20-08-2023, 01:47 PM)123@321 Wrote: আমরা যারা ঐন্দ্রিলার সাথে একাত্ম বোধ করছি, তারা আর কোনো কেলেঙ্কারির ভয় পাচ্ছিনা।
সুন্দর সোনালী ফুল গুলো যায় যে সাথে মিশে
হাওয়ায় তারা দুলে ওঠে, ভয় নেই কোনো বিষে
কেলেঙ্কারির আতঙ্কতে যায় না তারা পালিয়ে
সুখের খোঁজে গৃহ ভুলে রাস্তায় থাকে দাঁড়িয়ে
চরিত্ররা সত্যি হয়ে কানে কানে এসে বলে
তুমিও এসো হাতটি ধরে আমার সাথে চলে
সেথায় আছে অনেক মজা দুষ্টু মিষ্টি সুখ
সুখের সাথে হাত মিলিয়ে ভুলে যাও সব দুখ