20-08-2023, 12:28 PM
(19-08-2023, 05:29 PM)Bumba_1 Wrote: দারুন দারুন প্রত্যেকটা ছবিই ফাটাফাটি। তবে নগ্ন নারীদের ক্ষেত্রে ফটোগ্রাফির থেকে অয়েল পেইন্টিং অথবা স্কেচ আমাকে আকর্ষণ করে বেশি। তার একটা নমুনা আজকের প্রচ্ছদে দেখতে পাবে তোমরা।
কালকে এটা চোখে পড়লেও গল্পের জন্য কিছু বলা হয়ে ওঠেনি। আমারও এই ব্যাপারটা দারুন সেক্সি লাগে। একটা অদ্ভুত আকর্ষণ বা বলা উচিত যৌন আকর্ষণ কাজ করে ওই পেইন্টিং গুলো দেখলে। অবশ্যই শিল্পীর প্রতি শ্রদ্ধা আসে কিন্তু অন্তরে মনে হয় যেন তার সাথে যৌনতার আড্ডায় যোগ দিই। কি ভাবনা তাকে বাধ্য করলো এমন অসাধারণ সৃষ্টি করতে। অতীতের না পাওয়া ইচ্ছে নাকি পাশের বাড়ির সুন্দরী ডাইনি? নাকি আপন কাউকে নিয়ে যেটা প্রকাশ করা যায়না নাকি রানী মহারানীদের প্রতি সেক্সচুয়াল এট্ট্রাকশন?
বিশেষ করে লক্ষ করবে ডার্ক থিমের ওপর যে নিউড আর্ট গুলো হয় সেগুলো যেন আরও উত্তেজক হয়। অন্ধকার আর সম্ভগ এই দুয়ের বন্ধুত্ব বহু দিনের।