09-06-2019, 07:50 PM
অসাধারণ একটা গল্প...এক নিঃশ্বাসে পরে ফেললাম পুরোটা। আমাকে এভাবে ঘাড়ে চেপে ধরে গল্প পড়ায় নাই কেউ কোনদিন, কোন লেখা...আজকে এইয়া গল্পটা পড়তে শুরু করার পর থেকে আমি আর ছারতেই পারছিলাম না, গল্পের কাহিনীই যেন সিন্দাবাদের ভুতের মত আমার ঘাড়ে চীপ ধরে আমাকে দিয়ে সবটা এক টানে পড়িয়ে ফেললো। মন ভরে গেলো, আর সাথে বাকি অংশ জানার জনেয় আক্ষেপ ও রয়ে গেলো অনেকটা। মুল লেখক বাকি অংশ শেষ করবেন, এই আশা রাখি...@ronylol মামাকে ধন্যবাদ, এই গল্প আমাদের পড়ার সুযোগ করে দেয়ার জন্যে।