19-08-2023, 09:44 AM
ছিন্ন কুসুম, নাও এই রুদ্ধবাক শোক।
তুমি খুন হবার আগে যারা ফোনের পিছন থেকে বলছিল, বল বল , ভালো আছি,তোমার খুনের পরে যারা বিশ্ববিদ্যালয়ের পবিত্রতার দাবী তে পুলিশ কে ঢুকতে দেয়নি, যারা বলেছিল, দুদিনে কতটা Ragging করা যায়, বল্ , তাদের আমরা কেউ খুঁজে পাবোনা।
ডিগ্রি নিয়ে ক্যাম্পাস ইন্টার ভিউয়ে মিলিয়ন ডলার চাকরী নিয়ে তারা বিদেশ উড়ে যাবে, আর সে দেশের মাটিতে গজিয়ে উঠবে তাদের মাল্টি মিলিয়ন ডলার হোম!
কত ভয় পেয়েছিলে তুমি, মৃত্যুভয়ের সামনে দাঁড়িয়ে মার খেতে খেতে মরে গেছ, কি ভাবে তোমার রক্তপাতের পাপ মোছাব, বাছা আমার, কত কবিতা ,কত প্রবন্ধ, কত ধিক্কারে!
এই মেধাবীরা দুর্বলের উপর অত্যাচার করে, সবল আর ধনীর পা চাটে। তুমি কেন জানতেনা স্বপ্ন দীপ!
তুমি আন্তর্জাতিক রেটিং দেখে এসেছিলে, তার পিছনে বসে ছিল ঘাতকরা।
কলকাতায় একটা ফ্ল্যাট থাকলে, একটা গাড়ি থাকলে তুমি বেঁচে যেতে।
তোমার মত কেউ নিহত হলে আমরা কয়েক লহমার জন্য জেগে উঠি।
আবার ঘুমিয়ে পড়ি। আসলে আমরা তো মৃতই।
সকালের নিহত কুসুম,
তোমার হত্যাকারী রা আমাদের রক্তে, গর্ভে, রাজনীতির খেলায়।
তারা কোনদিন শাস্তি পাবেনা।
তুমি খুন হবার আগে যারা ফোনের পিছন থেকে বলছিল, বল বল , ভালো আছি,তোমার খুনের পরে যারা বিশ্ববিদ্যালয়ের পবিত্রতার দাবী তে পুলিশ কে ঢুকতে দেয়নি, যারা বলেছিল, দুদিনে কতটা Ragging করা যায়, বল্ , তাদের আমরা কেউ খুঁজে পাবোনা।
ডিগ্রি নিয়ে ক্যাম্পাস ইন্টার ভিউয়ে মিলিয়ন ডলার চাকরী নিয়ে তারা বিদেশ উড়ে যাবে, আর সে দেশের মাটিতে গজিয়ে উঠবে তাদের মাল্টি মিলিয়ন ডলার হোম!
কত ভয় পেয়েছিলে তুমি, মৃত্যুভয়ের সামনে দাঁড়িয়ে মার খেতে খেতে মরে গেছ, কি ভাবে তোমার রক্তপাতের পাপ মোছাব, বাছা আমার, কত কবিতা ,কত প্রবন্ধ, কত ধিক্কারে!
এই মেধাবীরা দুর্বলের উপর অত্যাচার করে, সবল আর ধনীর পা চাটে। তুমি কেন জানতেনা স্বপ্ন দীপ!
তুমি আন্তর্জাতিক রেটিং দেখে এসেছিলে, তার পিছনে বসে ছিল ঘাতকরা।
কলকাতায় একটা ফ্ল্যাট থাকলে, একটা গাড়ি থাকলে তুমি বেঁচে যেতে।
তোমার মত কেউ নিহত হলে আমরা কয়েক লহমার জন্য জেগে উঠি।
আবার ঘুমিয়ে পড়ি। আসলে আমরা তো মৃতই।
সকালের নিহত কুসুম,
তোমার হত্যাকারী রা আমাদের রক্তে, গর্ভে, রাজনীতির খেলায়।
তারা কোনদিন শাস্তি পাবেনা।