18-08-2023, 02:35 PM
The Name is 69... Codename.love69। স্বনামধন্য codenamelove.69। xossip-এর আগে যখন exbii ছিলো, তখন অনেক ভালো ভালো লেখকের মাঝেও নিজের অল্প কিছু লেখা দিয়েও পাঠক-পাঠিকাদের মনে যে কয়েকজন নিজের একটা স্থান করে নিয়েছিলো, তাদের মধ্যে অবশ্যই তুমি একজন ছিলে। সেই লেখার touch, সেই লেখার ধার। খুব খারাপ লাগে তোমাদের লেখা এখন আর খুবই একটা দেখতে পাই না বলে, আবার ভালো লাগে যখন অনেক দিন পর কোনো লেখা নিয়ে হাজির হও। তোমার লেখা "লোভে পাপ, পাপে মৃত্যু" একটা ইংরেজী গল্পের অনুসরণে লেখা হলেও আজও মনে হয় যে কোনো মৌলিক রচনা থেকে কোনো অংশে কম ছিলো না - কেননা অনেক ভালো গল্পের অনুসরণে কয় জনেই বা এরকম সুখপাঠ্য লেখা তুলে ধরতে পেরেছে? stranger.women (পরমার পরাজয়, হেরোর ডায়েরী), desicpls (আমার দীপ্তি), fer.prog (এক কর্তব্যপরায়ণ বধু) - আর কে? হাতে গোনা যায়। তোমাদের মতো সব্যসাচীদের, যারা ইংরেজী আর বাংলায় - দুটোতেই সমানভাবে পারদর্শী, খুবই অভাব।
লেখার ব্যাপারে আর কি বলবো - তেলা মাথায় তেল দেওয়ার মতো ধৃষ্টতা নাই বা করলাম. যখনই এসেছো, ফাটিয়ে দিয়েছো। আশা করি, আগামীতে আরো অনেক লেখা দেখতে পাবো।
লেখার ব্যাপারে আর কি বলবো - তেলা মাথায় তেল দেওয়ার মতো ধৃষ্টতা নাই বা করলাম. যখনই এসেছো, ফাটিয়ে দিয়েছো। আশা করি, আগামীতে আরো অনেক লেখা দেখতে পাবো।