15-08-2023, 08:42 PM
স্মৃতি সুন্দরী
বিচিত্র
প্রারাম্ভ ছেলেটা তার ডান হাতে ধরা গোলাপ ফুলটা এগিয়ে দিয়ে মিষ্টি গলায় বললো , “ এটা আপনার জন্য । „
বিদ্যা গোলাপ ফুলটা নিয়ে ঠোঁটে হাসি ফুটিয়ে জিজ্ঞেস করলো , “ তোমার নাম কি ? „ গোলাপ ফুলটা নেওয়ার সময় বিদ্যার হাত স্থির থাকলেও তার মন মৃদু মন্দ কেঁপে কেঁপে উঠছিল ।
তখন পাস থেকে এক মহিলা গলায় তীব্র ব্যাস্ততা ফুটিয়ে তুলে বললো , “ এই বিদ্যা ! চল এবার , না হলে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে তো ! „
বিদ্যা মহিলার দিকে ফিরে , “ আসছি „ বললো । বিদ্যার ‘ আসছি , বলার সঙ্গে সঙ্গেই ছেলেটা নিজের যে নাম বললো তা শুনে বিদ্যার মৃদু মন্দ কেঁপে ওঠা মনে ঝড় বইতে শুরু করলো।
একটা লাল গোলাপ দিয়েছিলাম তোমায়
সেই গোলাপের কাঁটা ক্ষতবিক্ষত করেছিল আমায়
দিতে চেয়েছিলাম রক্তিম সিঁদুর তোমার ওই শূণ্য সিঁথিতে
আমার এই সাদাকালো জীবনটাকে চেয়েছিলাম রাঙাতে
চোরাবালির উপর বানিয়েছিলাম পর্ণকুটির
একমুঠো বালুকণার মত রয়েগেলে অধরা
চারিদিকে আছে কতশত স্বপ্নপুরীর সুন্দরী
তুমি যে আমার তিলোত্তমাবাসী স্মৃতিসুন্দরী