15-08-2023, 11:37 AM
ফিরে এলাম আমি, অনেকদিন পরে, অন্য এক রূপে। জানি, আপনারা সকলেই আমার অপেক্ষায় ছিলেন, তবে সত্যি বলতে, একটি বিশেষ ব্যক্তিগত কারণের যেরে কয়েকবার মাস বাবদ আমি এখানে আসতে পারিনি।
ইতি অনুরাধা সেন (সিনহা রায়)
আমি আমার গল্পের সকল পাঠককে নিজের পরিবারের একটি অংশ মনে করি, তাই আপনাদের কে আমার সেই ব্যক্তিগত কারণটির সাথে অবগত করতে আমি কোনো দ্বিধা বোধ করিনা। জীবনের পঞ্চাশটা বছর একাকিত্বে কাটাবার পর অবশেষে সেই মায়ার বন্ধনে আবদ্ধ হয়েছি আমি। গত পয়লা জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি আমি আর আমার স্বামী। আশা করি এই কথাটা জানবার পর আপনাদের মনের খোব একটু হলেও কমবে। এরই সাথে বলে রাখি যে, আমি হয়তো আগের মতন অত ঘনঘন উপডেটস দিতে পারবো না, হয়তো রোজ অনলাইনও আসতে পারবো না। তবে হ্যাঁ, এবার থেকে না বলে আর নিরুদ্দেশ হয়ে যাবো না| পাঠকরা কথা বলতে চাইলে, কোনো কিছু সাজেস্ট করতে চাইলে নিশ্চয়ই চ্যাট করবো|
আশা করি আপনারা, মানে আমার গল্পের পাঠকরা আমাদের জীবনের এই নতুন ভাগের উদ্দেশে অনেক আশীর্বাদ আর ভালোবাসা প্রদান করবেন।
ইতি অনুরাধা সেন (সিনহা রায়)