14-08-2023, 09:57 PM
(01-06-2023, 12:28 AM)Baban Wrote: নানা আমি মোটেও খারাপ ভাবিনি। আমার পুরাতন লেখা যে আপনার পছন্দ হয়েছে জেনে উল্টে খুশিই হয়েছি। আসলে কি জানেন গল্প অভিনয় চলচ্চিত্র এইসবই হলো subjective. আপনার চোখে যেটা অতটাও ভালো নয় হয়তো অন্য কারো চোখে বেশ উত্তম আবার এর উল্টোটাও সম্ভব। পুরোটাই যে পড়ছে তার ওপর। আসলে পাঠক গল্পের মধ্যে কোথাও নিজের লুকানো ইচ্ছেটা খুঁজে পেতে চায়। সেটা পেলে সবচেয়ে ভালো লাগে। ধন্যবাদা গল্পটি পড়ার জন্য। আপনি চাইলে আমার আগের গল্পটা অর্থাৎ bhookh পড়ে দেখতে পারেন। ভালো লাগতে পারে।
আজ থেকে পড়া শুরু করেছি। বেশ লাগছে পড়তে... Thank you for suggesting this story