13-08-2023, 10:14 PM
যামিনী শুতে যাওয়ার পর আদি আমায় শুতে বলল, তারপর নিজে আকাশের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। অন্ধকার ঘরে বাইরের আকাশ পরিস্কার দেখা যাচ্ছে, অসংখ্য তারায় ভরা সে আসমান। তার মাঝে আদিনাথকে যেন আল্লাহ কোনো ফেরেস্তা মনে হচ্ছে। আদিনাথ স্থির যেন এই আসমান এই তারাদের দিকে কোনো খেয়াল নেই সে নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের জগতে ব্যস্ত। ভাবলাম ওকে ডাকি, তার আগেই আদি বলল " শুয়ে পড়ো পরী, তুমি ক্লান্ত।
আচ্ছা আদি একটা কথা বলতো, ওই যামিনী যা বলল সব কি সত্যি?
সব না কিছুটা
কতটা?
সে অনেক কথা পরী অন্য একদিন বলব, এখনও সময় আসেনি।
বাহ রে! মেয়েটা আমাকে ওরকম করছে আর তুমি কিছু বললে না?
পরী, ওর কেউ নেই ......এক আমি আছি!
তাহলে ওকে ছেড়ে দিলে কেন?
শীঘ্রই আসছি
আচ্ছা আদি একটা কথা বলতো, ওই যামিনী যা বলল সব কি সত্যি?
সব না কিছুটা
কতটা?
সে অনেক কথা পরী অন্য একদিন বলব, এখনও সময় আসেনি।
বাহ রে! মেয়েটা আমাকে ওরকম করছে আর তুমি কিছু বললে না?
পরী, ওর কেউ নেই ......এক আমি আছি!
তাহলে ওকে ছেড়ে দিলে কেন?
শীঘ্রই আসছি