09-08-2023, 09:19 PM
(This post was last modified: 09-08-2023, 09:21 PM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
তোমার এই পর্বটা পড়তে পড়তে আমার কলেজ জীবনের কথা মনে পড়ে গেলো। তখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি, বছর ১৯ বয়স হবে। তার আগে পর্ন মুভি দেখা তো দুরস্থান, কোনোদিন অশ্লীল ছবিই দেখিনি। আসলে ছোটবেলা থেকে খেলাধুলা আর পড়াশোনা ছাড়া অন্য কিছু করার সুযোগ পাইনি কোনোদিন। আমাদের ক্যাম্পাসেই একটা গুজরাতি পরিবার থাকতো। সেই পরিবারের মেয়েটি আমারই বয়সী। আমার সঙ্গে উইলিয়াম কেরি কলেজে পড়তো। আমার ছিলো জুলজি অনার্স আর ওর ছিলো বোটানি অনার্স। যাইহোক, তোমার গল্পে যেরকম কাকলি অসভ্য ছবি আর ভিডিও দেখিয়ে ঐন্দ্রিলাকে পাকিয়ে বরানগর পাঠিয়ে দিচ্ছে। সেই মেয়েটিও মাঝে মাঝে এই সমস্ত অসভ্য জিনিস দেখিয়ে আমাকে পাকিয়ে দিয়েছিলো। এটা ২০০৬-২০০৭ এর কথা বলছি। তখন তো স্মার্টফোন আবিষ্কার হয়নি! আর এমনি মাল্টিমিডিয়া ফোন আমার বাবা-মা আমাকে কিনে দেয়নি। কিন্তু আমার একটা কম্পিউটার ছিলো। সেখানে সিডি ড্রাইভের সঙ্গে ফ্লপি ড্রাইভ ছিলো। এখনকার দিনে যারা ল্যাপটপ ইউজ করে তারা হয়তো ফ্লপি ড্রাইভের নামই শোনেনি। তো, সেই মেয়েটি মানে আমার বান্ধবী ফ্লপিতে করে এরকম দুষ্টু ছবি মাঝে মাঝে উপহার দিতো আমাকে। আজ সে একটা প্রথম সারির ওষুধ প্রস্তুতকারক সংস্থার ইস্টার্ন জোনের একজন উচ্চপদস্থ অফিসার, আর আমি কেন্দ্রীয় সরকারের কর্মচারী। কিন্তু আমাদের ছোটবেলাটা এইভাবেই মজা করে কেটেছে। এখন ভাবলেও অবাক লাগে। এরকম একটা পর্ব উপহার দিয়ে আমাকে নস্টালজিক করে দেওয়ার জন্য ধন্যবাদ।