08-08-2023, 09:12 PM
মনে চলতে থাকা এসব প্রশ্নের একটারও উত্তর পেলোনা ঐন্দ্রিলা। পাশে ফিরে তাকালো একবার। ফাঁকা বিছানায় সে একা। বাইরের খোলা জানলা দিয়ে আলো ঢুকে ঘরটা আলোকিত করে রেখেছে। কিন্তু সেই আলো হয়তো ঘরে শুয়ে থাকা মহিলার ভেতরের অন্ধকার দূর করতে অসফল। পাশের ঘরে শাশুড়ি নাতিকে নিয়ে গল্প করতে করতে ঘুম পাড়িয়ে নিজেও হয়তো শুয়ে পড়েছে এতক্ষনে।
কাল রাত্রে নিয়ে আসছি আরেকটি দুষ্টুমিতে ভরা দুষ্টু পর্ব