07-08-2023, 10:20 AM
Recap: একজন ৪০+ সিঙ্গেল self dependend teacher রূপে আমি একটা সাধারণ সহজ সরল জীবন কাটাচ্ছিলাম। আমার জীবনে বদল আসা শুরু হয় যখন আমি আমার ছেলে আর ছেলের ফিয়ান্সে র অনুরোধে প্রথম বার মুম্বই আছি। আমার হবু বউ মার পিতা ছিলেন প্রচুর ধনী ও প্রভাবশালী। উনিও আমার মত সিঙ্গেল ছিলেন। ওনার স্ত্রী বহু বছর হল গত হয়েছেন। ছেলের engagement party তে আমাকে দেখে উনি আমার প্রেমে পড়ে গেলেন। আমি তারপর আর ওনার হেফাজত বেরিয়ে নিজের পুরনো জীবনে ফিরতে পারলাম না। বলা বাহুল্য আমাকে ফিরতে দেওয়া হল না। ছেলের হবু বউ এর পিতা anand জির কল্যানে আমার আস্তে আস্তে হাই ক্লাস life style e বাচার nasty habits হয়ে গেল। উনি একটু একটু করে ওর ইয়ার দোস্ত দের দিয়ে আমাকে ওনার মনে র মত করে গড়ে নিলেন। আমি একটা উচ্চ শ্রেণীর slut modern mature women এ পরিনত হলাম। Corporate host television actress আর সেমী প্রো মডেল influencer hisebe অল্প সময়ে আমার খুব নাম হল। আনন্দ জির control থেকে বেরিয়ে যেই না আমি নিজের আইডেন্টিটি তৈরি করতে গেলাম তখন থেকেই anand ji amake বিয়ের জন্য পাগল হয়ে গেলেন। অনেক দিন ঠেকিয়ে রাখার পর finally ছেলের ফিউচার এর কথা ভেবে তার সাথে ওনার মেয়ে র বিয়ের কথা ভেবে আমাকে আনন্দ জী কে বিয়ে করতেই হল। আনন্দ জি বিয়ের পর আমার রূপ আর যৌবন কে যথেষ্ট ভাবে ভোগ করছিলেন। Anand জির কল্যানে আমার কিছু বাজে ধান্ধাবাজ কু ব্যক্তি দের সঙ্গে আলাপ হয়েছিল। তাদের কু নজরে আমাকেও ধীরে ধীরে নানাবিধ ধোয়াটে কারবারে জড়িয়ে পড়তে হত।