06-08-2023, 12:34 PM
(06-08-2023, 12:42 AM)Avishek Wrote: উফফফফ এটাই মিস করছিলাম এতদিন। বাবান সুলভ গল্প। কি দিলেন মাইরি! ঐন্দ্রিলা দেবীর রাতের ছটফটানি আর ভেতরে চলতে থাকা অনুভূতি গুলো অসাধারণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমি জানি এটা আপনি বড়ো করবেন না। কিন্তু চাইলে কিন্তু এটা বড়ো করাই যায়। সেই সব গুনই কিন্তু আছে এ গল্পে। উফফফফ!
অনেক ধন্যবাদ ❤
লেখা ভালো লাগছে জেনে খুশি হলাম। কিন্তু ঐযে আমি তো ছোট গল্প হিসেবেই কনসিডার করেছি এটাকে। আমার অনেক ছোট ও অনু গল্পই বড়ো গল্প হবার যোগ্যতা রাখে কিন্তু এই মুহূর্তে যে আর বড়ো কিছু লেখার ইচ্ছে নেই। জোর করে লিখলে সেই লেখার মান নিম্ন মানের হবে। তার চেয়ে এই ভালো।
(06-08-2023, 11:05 AM)Sanjay Sen Wrote: যৌনতা মাখানো একটি পর্ব উপহার পেলাম আমরা। সবই ঠিক আছে, কিন্তু আশা করবো এবার লেখক মহাশয় একটু অন্যরকম কিছু ভাববেন। ঐন্দ্রিলা 'ছাইচাপা আগুন' এটা তো বুঝতেই পারছি। কিন্তু এত সহজে যেন ওর ভেতরের সুপ্ত বাসনা না জাগে! একটু খেলিয়ে মাছ ডাঙায় তোলার কথা বলছি। বাকিটা আপনি নিশ্চয়ই বুঝেছেন।
অনেক ধন্যবাদ ❤
আমি বুঝতে পারছি কি বলতে চাইছেন দাদা কিন্তু সেটা তখনই সম্ভব হত যদি আমি আগের মতো বড়ো গল্প লিখতাম। কারণ আমি অনেকটা সময় ধরে তখন বিল্ডাপ দিতে পারতাম। কিন্তু আমি তো শুরুতেই উল্লেখ করেছি কয়েকটা পর্বের মাত্র গল্প এটি। তাইতো গল্পের শুরুটাই অমন ভাবে হচ্ছে যেখানে নায়িকা শুরু থেকেই পরিবর্তিত পূর্বের অবস্থা থেকে। খেলিয়ে তোলার মজা আমিও বুঝি কিন্তু গল্পটা বোধহয় একটু আলাদা কিছু বলবে। সেটা শেষ পর্যন্ত পড়লে বোঝা যাবে যে পানু গল্পের ক্ষেত্রে কি সবসময় কি........না থাক..... এখন আর কিছু বলবোনা।
(06-08-2023, 11:29 AM)Kam pujari Wrote: Umm.osadharon
ধন্যবাদ ❤
সাথে থাকুন।