06-08-2023, 11:45 AM
(06-08-2023, 10:56 AM)Sanjay Sen Wrote: গল্পের বুনোট বা যৌনদৃশ্য নিয়ে আলাদা করে কিছু বলার নেই, ওই ব্যাপারে বরাবর তুমি সেরাদের সেরা। কিন্তু কিছু ক্ষেত্রে তুমি এতটাই ডিটেলিংয়ের মধ্যে চলে যাও, যেটা অনেক সময় নেগেটিভ পয়েন্ট হয়ে দাঁড়ায় তোমার জন্য। যদি ওদের বাথরুমের উপরের ওই অন্ধকার কুঠুরি থেকে আবার উপরের ঘরে ফেরতই নিয়ে যাবে, তাহলে ওই ব্যাপারটা অর্থাৎ সিঁড়ি রাখার বর্ণনাটা অত elaborately না দিলেই বোধহয় ভালো হতো। যেহেতু তুমি আর বাবান এই ফোরামের দু'জন অন্যতম সেরা লেখক, তাই তাদের লেখা যাতে আরো ভালো হয়, সেজন্য আমার মনে হওয়া ছোটখাটো অসঙ্গতি গুলো আমি ধরিয়ে দেবোই। অন্য কেউ হলে "খুব ভালো হয়েছে দাদা" এইটুকু মন্তব্য করে কেটে পড়তাম। যাইহোক সবমিলিয়ে দুর্ধর্ষ একটা পর্ব পেলাম।![]()
তোমার বক্তব্যকে সম্মান জানিয়েই বলছি .. পরে ওটা হবে অথবা হবে না, এটা ভেবে নিয়ে যদি নিজের লেখাকে নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে সেই লেখা আর পাঁচটা সাধারণ লেখার মতোই ক্লিশে হয়ে যায়। কোনো প্রাণ থাকে না সেই লেখায় বা সেই গল্পে। ধরো এমন একটা সিকোয়েন্স তৈরি করলাম যেখানে সবাই ভাবছে এই ব্যক্তিকে খুন করা হবে। কিন্তু লেখক হিসেবে আমি জানি সে আসলে খুন হবে না। সেটা ধরে নিয়ে যদি আমি রহস্যটাইটাই না তৈরি করতে পারি, তাহলে তো লোকে পড়বেই না আমার গল্প। আশা করি তোমাকে বোঝাতে পারলাম আর এই ভাবেই সঙ্গে থেকো সবসময়।

(06-08-2023, 11:08 AM)Sanjay Sen Wrote: এই দুটো লাইন আমার বিশেষভাবে পছন্দ হলো। আশা রাখি কাহিনী এই দিকেই এগোবে।
তা আমি এখনই বলতে পারছি না, দেখা যাক কি হয় ..